promotional_ad

সাকিব-লিটনকে রেখেই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


‘আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন?’ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর এমনটাই বলেছিলেন নাজমুল হাসান পাপন। তাতে শুরু থেকে যে সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএল খেলা হচ্ছে না সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার তাদের দুজনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সাকিব অধিনায়ক ও লিটন সহ-অধিনায়ক হওয়ায় নিজেদের শুরু ম্যাচগুলোতে তাদের পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। এদিকে ১৪ সদস্যের দলে ফেরানো হয়েছে সাদমান ইসলাম, তামিম ইকবাল, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম। সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, জাকির হাসান, রেজাউর রহমান, নাসুম আহমেদ ও নুরুল হাসান।


promotional_ad

চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি তামিমের। চোট থেকে সেরে উঠায় অনুমেয়ভাবেই আইরিশদের বিপক্ষে ফেরানো হয়েছে বাঁহাতি এই ওপেনারকে। এদিকে বেশ কিছুদিন ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন সাদমান। 


জাতীয় দলের সবশেষ সাউথ আফ্রিকা সফরে খেলা বাঁহাতি এই ব্যাটার কদিন আগে বিসিএলে সোয়া ১১ ঘণ্টা ব্যাটিং করে খেলেছেন ২৪৬ রানের ইনিংস। তার আগে ১৩০ রানও করেছিলেন সাদমান। ভারত ‘এ’ দলের বিপক্ষেও খেলেছিলেন দারুণ এক ইনিংস। এমন পারফরম্যান্সের পর তাকে ফিরিয়েছে বিসিবি। 


ভারতের বিপক্ষে দারুণ সিরিজ কাটিয়েছিলেন জাকির হাসান। এক হাফ সেঞ্চুরির সঙ্গে করেছিলেন সেঞ্চুরিও। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চোটে পড়েন বাঁহাতি এই ওপেনার। যার ফলে ওয়ানডের পর টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন জাকির।


বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball