আফগানিস্তান- পাকিস্তান সিরিজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:34 সোমবার, 27 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ম্যাচ জয়ের পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে হারাল আফগানিস্তান। সাত উইকেটে পাওয়া এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতল রশিদ খানের দল। বোলারদের অসাধারণ বোলিংয়ের পর রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান এবং নাজিবউল্লাহ জাদরানের দারুণ ব্যাটিংয়ে এই জয় তুলে নেয় আফগানিস্তান।

শারজাহতে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৩০ রান তোলে পাকিস্তান। ফজল হক ফারুকি, রশিদদের সামনে এ দিন দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা।

রানের খাতা খোলার আগে দুই উইকেট হারানো দলটি ৬৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। ফারুকির করা ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটরক্ষক গুরবাজকে ক্যাচ দিয়ে ফেরেন সায়েম আইয়ুব। পরের বলে আবদুল্লাহ শফিককে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ফারুকি।

চতুর্থ ওভারে আবারও উইকেটের দেখা পায় আফগানরা। নাভিন উল হকের বলে উইকেটের পেছনে গুরবাজকে ক্যাচ দিয়ে বিদায় নেন মোহাম্মদ হারিস। ৯ বলে ১৫ রান তুলে ফিরে যান তিনি।

তারপর ২৩ বলে ১৩ রান করা তৈয়ব তাহিরকে ফেরান করিম জানাত। আজম খানকে ব্যক্তিগত ১ রানে থাকতেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রশিদ। পাঁচ উইকেট হারিয়ে ইমাদ ওয়াসিম এবং শাদাব খানের ব্যাটে ম্যাচে ফিরে পাকিস্তান।

এই দুজন গড়েন ৬৭ রানের জুটি। এই ইনিংসের শেষ বলে শাদাব রান আউট হলে এই জুটি ভাঙে। ২৫ বলে ৩২ রান আসে পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়কের ব্যাটে। অপরপ্রান্তে দাঁড়ানো ইমাদ হাফ সেঞ্চুরি তুলে নেন আগেই। তার ব্যাটে আসে ৫৭ বলে তিনটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৬৪ রানের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে উসমান ঘনির উইকেট হারায় আফগানিস্তান। ৯ বলে ৭ রান করা ঘনিকে বোল্ড করেন জামান খান। তারপর ৫৬ রানের জুটি গড়েন গুরবাজ এবং ইব্রাহিম। নাসিম শাহ'র করা রান আউটের শিকার হয়ে ৪৯ বলে ৪৪ রান করে ফিরে যান গুরবাজ।

এর এক ওভারে পর ফিরে যান ইব্রাহিমও। ৪০ বলে ৩৮ রান তুলে ইহসানউল্লাহর বলে উইকেটরক্ষক আজম খানকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ২২ রান লাগত আফগানদের।

১৯তম ওভারে নাসিম বোলিংয়ে আসলে তাকে একটি ছক্কা মেরে সমীকরণ সহজ করেন নাজিবউল্লাহ। সেই ওভারে ১৭ রান নিয়ে ম্যাচ নিজেদের দখলে আনে আফগানরা। ১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন নাজিবউল্লাহ। নবি করেন ৯ বলে ১৪। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলছে এই দুটি দল। আর প্রথমবারেই পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানরা।