২ সেঞ্চুরি, ৩৫ ছক্কা আর ৫১৭ রানের ম্যাচে জিতল সাউথ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:39 রবিবার, 26 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পুল, হুক, কাভার ড্রাইভ কখনও রিভার্স সুইপ, সেঞ্চুরিয়ানে কুইন্টন ডি ককের বাহারি সব শটে একের পর এক বল আছড়ে পড়ছিল সীমানার ওপারে। পুরো ম্যাচ জুড়েই দেখা মিলেছে এমন চিত্র। সাউথ আফ্রিকার উইকেট কিপারের সঙ্গে রেজা হেনড্রিকসের তাণ্ডব। চার-ছক্কার বৃষ্টি দেখে বোঝার উপায় ছিল না এটা মাঠের খেলা নাকি ভিডিও গেইমের হাইলাইটস।

ডি ককের আগে সেঞ্চুরিয়ানে চার-ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন জনসন চার্লস। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানের তালিকায় ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন তিনি। দুই সেঞ্চুরি, ৫১৭ রান আর ৩৫ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জিতল সাউথ আফ্রিকা।

সুপারস্পোর্ট পার্কে জয়ের জন্য ২৫৯ রান তাড়ায় সাউথ আফ্রিকাকে অবিশ্বাস্য শুরু এনে দেন ডি কক ও হেনড্রিকস। আকেল হোসেন প্রথম ওভারে তিন চার আসলেও দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা শেলডন কটরেলের ওপর রীতিমতো তাণ্ডব চালান তারা দুজন। তিন ছক্কা ও দুই চারে সেই ওভার থেকে এসেছে ২৯ রান। তাতে মাত্র ২ ওভারে শেষে সাউথ আফ্রিকার রান বিনা উইকেটে ৪৩। রান ডি কক ও হেনড্রিকসের রান তোলার গতি থামাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।ৎ

বরং সময় যত বেড়েছে সাউথ আফ্রিকার রানের চাকা ততই সচল হয়েছে। দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই হাফ সেঞ্চুরি তুলে নেন ডি কক। রোমারিও শেফার্ডের শর্ট লেংথ ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন প্রোটিয়া এই ওপেনার। যা সাউথ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম এবং বিশ্ব ক্রিকেটে পঞ্চম দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লেতেও এদিন রেকর্ড গড়ে তারা।

পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০২ রান তোলে সাউথ আফ্রিকা। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে যা সর্বোচ্চ রান। এর আগে সবচেয়ে বেশি ৯৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। দারুণ ব্যাটিংয়ে ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন ডি কক। সেঞ্চুরি পাওয়ার ওভারেই আউট হয়েছেন তিনি। ৪৪ বলে ১০০ রান করে রেমন রেইফারের বল নিকোলাস পুরানকে ক্যাচ দেন ডি কক। বাঁহাতি এই ব্যাটার ফেরার পর হাফ সেঞ্চুরি করেন হেনড্রিকস।

ওডেন স্মিথের বলে ছক্কা মেরে ২২ বলে পঞ্চাশ স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার। তিনে নেমে ভালো শুরু করলেও টিকতে পারেননি রাইলি রুশো। ২ ছক্কায় ৪ বলে ১৬ রান করে স্মিথকে উইকেট দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। পরের ওভারে আউট হয়েছেন হেনড্রিকসও। ২৮ বলে ৬৮ রান করা এই ব্যাটারকে ফিরিয়েছেন রভম্যান পাওয়েল। আর ডেভিড মিলার ১০ রান করে জেসন হোল্ডারকে উইকেট দিয়েছেন।

এরপর সাউথ আফ্রিকাকে আর কোনো উইকেট হারাতে দেননি এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেন। তাদের দুজনের ব্যাটে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। মার্করাম ৩৮ আর ক্লাসেন অপরাজিত ছিলেন ১৬ রানে। এদিন টি-টোয়েন্টিতে এক ম্যাজ ৫১৭ রানের রেকর্ড হয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়াকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়েছে সাউথ আফ্রিকা।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৫৮ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে সবচেয়ে বেশি ১১৮ রানের ইনিংস খেলেছেন চার্লস। এ ছাড়া কাইল মেয়ার্স ৫১, শেফার্ড অপরাজিত ৪১ আর পাওয়েল করেছেন ২৮ রান। সাউথ আফ্রিকার হয়ে ওয়েইন পারনেল দুটি আর মার্কো জেনসেন তিনটি উইকেট নিয়েছেন।