স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ

নান্নু-রাজিনদের ঝড়ো ইনিংসের পরও হারল সবুজ দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:40 রবিবার, 26 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক প্রীতি ম্যাচে রবিবার মাঠে নেমেছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই ম্যাচে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছেন তারা। বেলা আড়াইটায় শুরু হওয়া এই ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান করেছিল সবুজ দল। যদিও সেই লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে লাল দল।

আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি সবুজ দল। তারা শুরুতেই হারায় দুই ওপেনার আথার আলী খান ও নাইমুর রহমান দুর্জয়কে। আথার ৭ রান করলেও দুর্জয় রানের খাতাই খুলতে পারেননি। তিনে নামা মোহাম্মদ রফিক আউট হয়েছেন মাত্র ৪ রান করে।

এরপর সবুজ দলের হাল ধরেন মিনহাজুল আবেদীন নান্নু ও রাজিন সালেহ। এই দুজনে মিলে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটি গড়েন। নির্ধারিত ১০ ওভার শেষে নান্নু ২১ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও দুটি চারে।

রাজিনের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪ বলে ৩৫ রান। তিনি একটি ছক্কার সঙ্গে মেরেছেন ৫টি চার। লাল দলের হয়ে ২টি উইকেট নেন তালহা জুবায়ের। একটি উইকেট পান মোরশেদ আলী খান। মামুলি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় লাল দল।

মেহরাব হোসেন অপি ০ ও জাভেদ ওমর বেলিম আউট হন ৩ রান করে। তুষার ইমরানের ব্যাট থেকে আসে ৪ রান। এরপর এহসানুল হক সেজানের ৯ বলে ঝড়ো ১৮, আব্দুর রাজ্জাকের ১১ বলে ১৯, হাসানুজ্জামানের ব্যাট থেকে আসে ১৪ বলে ১০।

এরপর তালহা জুবায়েরের ১২ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লাল দল। সবুজ দলের হয়ে ২টি উইকেট নেন রফিক। একটি করে উইকেট পান নাজমুল হোসেন, হাসিবুল হোসেন শান্ত ও খালেদ মাহমুদ সুজন।