আইপিএল ২০২৩

চেন্নাইয়ের এক্স-ফ্যাক্টর হবেন স্টোকস!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:03 রবিবার, 26 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বেন স্টোকসকে পেতে ব্যাগ ভর্তি টাকা খরচ করেন ফ্র্যাঞ্চাইজিরা। এবারের আসরের নিলামেও ছিল একই চিত্র। ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে পেতে চেন্নাই সুপার কিংস খরচ করেছে প্রায় ১৭ কোটি রুপি। অবশ্য স্টোকসের মত তারকার পেছনে প্রতিবার এতো বড় অংক খরচ করাকে ইতিবাচক হিসেবেই দেখছেন ম্যাথু হেইডেন।

অস্ট্রেলিয়া ও চেন্নাইয়ের সাবেক এই ক্রিকেটার আরও দাবি করেছেন, অবশেষে সঠিক দলে ঠিকানা হয়েছে স্টোকসের। কারণ এর আগের মৌসুমগুলোতে কেউই এই ইংলিশ অলরাউন্ডারের সঠিক ব্যবহার করতে পারেননি। এমনকি হেইডেনের দাবি, স্টোকস আইপিএলে নিজের সক্ষমতা সম্পর্কে জানেনই না! 

২০১৭ আইপিএলে এখন পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলেছেন স্টোকস। প্রায় ২৬ গড়ে ৯২০ রান করা এই ইংলিশম্যানের দুটি সেঞ্চুরি আছে আইপিএলে। তবে ২০২১ সালে মাত্র এক ম্যাচ খেলে চোটে পুরো আসর থেকে ছিটকে যান তিনি, এছাড়া গেল আসরে টুর্নামেন্টের নিলাম থেকেই নাম সরিয়ে দেন এই অলরাউন্ডার।

পরের মৌসুমে স্টোকসের ঠিকানা হয়েছে চেন্নাইয়ে। যেখানে এই অলরাউন্ডার সতীর্থ হিসেবে পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মঈন আলী, ডেভন কনওয়েদের। হেইডেনের বিশ্বাস, চেন্নাইয়ে খেলাকালীনই বদলে যাবে স্টোকের আইপিএল ক্যারিয়ার।

এছাড়া এই মৌসুমে চেন্নাইয়ের এক্স-ফ্যাক্টর হিসেবেও স্টোকসকে বেছে নিয়েছেন হেইডেন। হেইডেন বলেন, এই মৌসুমে চেন্নাইয়ের এক্স-ফ্যাক্টর হবে স্টোকস। সে কখনও নিজের সক্ষমতা সম্পর্কে বুঝতে পারেনি যে আইপিএলে সে কী করতে পারে।'

'সে এমন একজন খেলোয়াড় যাকে পুরো বিশ্বের যেকোনো দল একাদশে চাইবে। এখন সে চেন্নাইয়ে আছে, যারা শুধু ক্রিকেট নিয়েই ভাবে। এই মৌসুমে দলটির এক্স-ফ্যাক্টর হওয়ার বড় সুযোগ আছে তার সামনে' আরও যোগ করেন তিনি।

স্টোকস ছাড়াও এই মৌসুমে জাদেজার ওপরও বাজি ধরছেন হেইডেন। তার মতে, এবারের মৌসুমে রাজত্ব করবেন এই ভারতীয়। হেইডেন বলেন, 'এই মৌসুমে জাদেজা বাজিমাত করবে। চেন্নাইয়ে বেশ কয়েকজন দারুণ অলরাউন্ডার আছে। স্টোকস, জাদেজা এবং প্রিটোরিয়াস। এদের দিয়েই চেন্নাই এবার বড় লাভমান হবে।'