আইপিএল ২০২৩

দেশের আগে আইপিএল নয়, হাথুরুসিংহের স্পষ্ট বার্তা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:34 রবিবার, 26 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

চলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। কিন্তু চলমান এই সিরিজের তুলনায় একটু বেশিই আলোচনা হচ্ছে ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল নিয়ে। কারণ একটাই সাকিব আল হাসান-লিটন দাসদের কি অনাপত্তিপত্র দেবে বিসিবি? দিলেও সেটা কবে নাগাদ?

এই ইস্যুতে আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, সিরিজ শেষ করেই আইপিএলে যেতে হবে সাকিবদের। এবার সেই দলে যোগ দিলেন কোচ চান্দিকা হাথুরুসিংহেও। বাংলাদেশের এই হেড কোচ সাফ জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলাই বেশি গুরুত্বপূর্ণ।

আইপিএলের নতুন মৌসুম শুরু ৩১ মার্চ। বাংলাদেশকে এবার প্রতিনিধিত্ব করবেন ৩ ক্রিকেটার, সাকিব, লিটন ও মুস্তাফিজুর রহমান। সাকিব-লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিট্যালস ধরে রেখেছে মুস্তাফিজকে।

আইপিএল নিলামের আগে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের খেলা কখন কোন সময়ে আছে। সেটা জেনেই তারা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েছেন। গত শনিবার সিলেটে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিসিবি সভাপতি আবার বলেন, আগের অবস্থানেই আছে বোর্ড।

অর্থাৎ ৮ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই আইপিএলে যেতে হবে সাকিব ও লিটনকে। বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় মুস্তাফিজকে শুরু থেকেই পাচ্ছে দিল্লী। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনেও উঠল এই প্রসঙ্গ।

প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয়, বোর্ডের সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল কি না। উত্তরে কোচ বলেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা একইরকম আছে এখনও।’

আইপিএল এখন বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সব বড় বড় ক্রিকেটাররা অংশ নেন এতে। প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেও বেশ জমজমাট। আবার চলতি বছরই ভারতে আছে বিশ্বকাপও। এই টুর্নামেন্টে খেললে কি ক্রিকেটাররা উপকৃত হতেন বলে মনে করেন কোচ?

হাথুরুসিংহে এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘তাদের স্কিলে উন্নতি হবে এতে তো কোনো সন্দেহ নেই। কারণ আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।’