সাউথ আফ্রিকা- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

৫ ছক্কার ঝড়ো ইনিংসে নেতৃত্বের অভিষেক রাঙালেন পাওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:57 রবিবার, 26 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়কত্ব দারুণভাবে শুরু করলেন রভম্যান পাওয়েল। দলের প্রয়োজনের মুহূর্তে একটি চার ও পাঁচটি ছক্কার অসাধারণ এক ঝড়ো ইনিংস খেললেন তিনি। আর তাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে মাত্র ১১ ওভারে। টস হেরে আগে ব্যাটিং করে সাউথ আফ্রিকা সংগ্রহ করে ৮ উইকেটে ১৩১ রান। পাওয়েলের ঝড়ে সফরকারীরা সেটি পেরিয়ে যায় আরও ৩ বল বাকি থাকতে।

পাঁচ নম্বরে নেমে মাত্র ১৮ বলে ৪৩ রানের অপরাজিত এক ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাওয়েল। কম ওভারের ম্যাচে সাউথ আফ্রিকার সংগ্রহে বড় অবদান রাখেন ডেভিড মিলার। ২২ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৪৮ রান আসে তার ব্যাটে।

শেষদিকে ৫ বলে দুটি ছক্কা এবং একটি চারে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেন সিসান্ডা মাগালা। আর ওপেনিংয়ে নেমে ১২ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন রিজা হ্যান্ডরিকস। এ ছাড়া অধিনায়ক এইডেন মার্করামের ব্যাটে আসে ৯ বলে ১৪ রান।

ইনিংসের আট ওভার শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ৭১। মিলার ও মাগালার ঝড়ের কল্যাণে শেষ ৩ ওভারে ৬০ রান তোলে দলটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন শেলডন কটরেল এবং ওডেন স্মিথ। একটি করে উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ এবং রোমারিও শেফার্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের মাত্র পঞ্চম বলেই কাইল মায়ার্সের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ২.১ ওভারে ব্রেন্ডন কিংয়ের উইকেট হারায় তারা। ততক্ষণে দলের রান ৩৪। মায়ার্স দুই বলে ৬ এবং কিং বলে ২৩ রান করে বিদায় নেন।

এরপর নিকোলাস পুরানের ৭ বলে ১৬ এবং জনসন চার্লসের ১৪ বলে ২৮ রানে এগিয়ে নেন ক্যারিবিয়ানদের ইনিংস। শেষ চার ওভারে দলটির প্রয়োজন ছিল ৪৬ রান। বিজর্ন ফোরটানের একই ওভারে তিনটি ছক্কা এবং একটি চারে ২৫ রান নিয়ে ম্যাচে ক্যারিবীয়দের এগিয়ে নেন পাওয়েল।

তিন ওভারে দরকার ছিল ১৮ বলে ২১ রান। এরপরের ওভারে আনরিখ নরকিয়ার করা অসাধারণ ওভারটিতে মাত্র ৩ রান নেয় ক্যারিবিয়ানরা। এই ওভারে রান আউট হয়ে বিদায় নেন শেফার্ড। পরের ওভারে ৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন মাগালা।

শেষ ওভারে জমে ওঠার আভাস ছিল এই ম্যাচে। ক্যারিবিয়ানদের তখন দরকার ছিল ৮ রান। কিন্তু ওয়েইন পার্নেলের করা সেই ওভারের প্রথম তিন বলেই জয় নিশ্চিত করেন অধিনায়ক পাওয়েল।