ডিপিএল

মুমিনুলের ব্যাটে রূপগঞ্জের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:36 শনিবার, 25 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন মুমিনুল হক। তবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরে করেছিলেন হাফ সেঞ্চুরি। এবার ডিপিএলেও সেই ছন্দ ধরে রেখেছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। প্রথম দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি পাওয়া মুমিনুল চতুর্থ রাউন্ডে এসে খেলেছেন ৭৫ রানের ইনিংস। মুমিনুলের সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন রূপগঞ্জ টাইগার্সের আমানদীপ খের। তাদের দুজনের ব্যাটে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে রূপগঞ্জ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ২৪৮ রানে খেলতে নামা রূপগঞ্জের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লেতেই উইকেট হারায় তারা। ইনিংসের সপ্তম ওভারে সালাউদ্দিন সাকিলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে জুনায়েদ সিদ্দিকীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমরানুজ্জামান।

রূপগঞ্জের এই উইকেটকিপার ব্যাটার এদিন আউট হয়েছেন ২৩ বলে ২৬ রান করে। এরপর অবশ্য দারুণ জুটি গড়ে তোলেন মুমিনুল ও ইমতিয়াজ হোসেন। তারা দুজনে মিলে যোগ করেন ৭৬ রান। হাফ সেঞ্চুরির আগে সাজঘরে ফেরেন ইমতিয়াজ। সাকিলের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন এই ওপেনার।

টাইমিংয়ের গড়বড় হওয়ায় মিড উইকেটে ধরা পড়তে হয় ইমতিয়াজকে। চাতুরাঙ্গা ডি সিলভা দারুণ ক্যাচ নিলে ৪১ রান প্যাভিলিয়নের পথে হাঁটতে হয় তাকে। ইমতিয়াজ না পারলেও ঠিকই হাফ সেঞ্চুরি করেছেন মুমিনুল। সোহেল রানার বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে দিয়ে এক রান নেন বাঁহাতি এই ব্যাটার।

তাতেই ৬৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ হয় মুমিনুলের। তবে এদিনও সেঞ্চুরির দেখা পাওয়া হয়নি তার। মঈন খানের বলে উইকেটের পেছনে থাকা সাব্বির হোসেনের গ্লাভসে ক্যাচ দিয়ে ৭৫ রানে আউট হন মুমিনুল। সাবেক টেস্ট অধিনায়কের আগের দুটি হাফ সেঞ্চুরি পাওয়া ইনিংস ছিল ৬৪ ও ৭৪ রানের।

এদিকে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি নাঈম ইসলামের। ৪০ রানের ইনিংস খেলে বোল্ড হয়ে ফেরেন রূপগঞ্জের অধিনায়ককে। পরের বলে আউট হয়েছেন আলাউদ্দিন বাবু। তবে সালমান হোসেন ইমনকে সঙ্গে নিয়ে রূপগঞ্জের জয় নিশ্চিত করেন আমানদীপ। ভারতের এই ক্রিকেটার অপরাজিত ছিলেন ৫১ রানে। ঢাকা লেপার্ডসের হয়ে তিনটি উইকেট নিয়েছেন সাকিল।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের পুঁজি পায় ঢাকা লেপার্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেছেন পিনাক ঘোষ। এ ছাড়া জেম ৪৭, মঈন ৩৬ এবং রাকিবুল হাসান করেছেন ২১ রান। রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাঈম।