ডিপিএল

চিরাগের অলরাউন্ড নৈপুণ্যে জিতল রূপগঞ্জ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:20 শুক্রবার, 24 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা শুক্রবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে তারা ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে। এর ফলে এবারের ডিপিএলে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি।

এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে রূপগঞ্জের জয়ের নায়ক ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি। বল হাতে ৪ উইকেট নেয়ার পর তার ব্যাট থেকে আসে ৪২ রান। এই ম্যাচে আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২০৭ রানে অল আউট হয় শাইনপুকুর। এরপর বৃষ্টির কারনে রূপগঞ্জের ইনিংস শুরু হতে দেরি হয়েছে। ডিএল ম্যাথডে রূপগঞ্জের সামনে ৩৬ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রানের।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তারা হারায় ওপেনার পারভেজ হোসেন ইমনকে। যদিও দ্বিতীয় উইকেটে মুনিম শাহরিয়ার ও সাব্বির রহমান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। মুনিম আউট হয়েছেন ১৭ রান করে। সাব্বির ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।

তিনি আউট হয়েছেন ৫৩ বলে ৩৬ রান করে। এরপর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মাশরাফি। অবশ্য এদিন তিনি সুবিধা করতে পারেননি ব্যাট হাতে। আউট হয়ে যান ০ রানেই। অবশ্য পঞ্চম উইকেট জুটিতে উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর ও চিরাগ জানি মিলে রূপগঞ্জকে জয়ের পথেই রাখেন।

তারা দুজনে যোগ করেছেন ৬৭ রান। হাফ সেঞ্চুরি পেতে পারতেন দুজনই। ম্যাচের শেষ ভাগে ইরফান আউট হয়ে যান ৫৮ বলে ৪৩ রান করে। চিরাগের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৪২ রান। সোহাগ গাজী ২ রান করে ফিরলে রূপগঞ্জের জয় নিয়ে শঙ্কা জাগে।

অবশ্য শেষ পর্যন্ত রূপগঞ্জকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন তানবির হায়দার ১০* ও মুক্তার আলী ১*। শাইনপুকুরের হয়ে একাই তিন  উইকেট নিয়েছেন হাসান মুরাদ। শামসুর রহমান পান ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা, মেহেদী হাসান রানা। 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শাইনপুকুর। তারা দলীয় ৪ রানের মধ্যেই দুই ব্যাটারকে হারিয়েছিল। সেখান থেকে দলটিকে টেনে তুলেছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল ও অমিত হাসান। এই উইকেটরক্ষক ব্যাটার এদিন খেলেন ১৪৪ বলে ১০৪ রানের ইনিংস।

এরপর মিডল অর্ডারে সাজ্জাদুল হক রিপনের ব্যাটে আসে ৫৭ রান। আর তাতেই লড়াইয়ের পুঁজি পায় শাইনপুকুর। রূপগঞ্জের হয়ে এদিন ৯ ওভার বল করে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন চিরাগ। তিনটি উইকেট পেয়েছেন মাশরাফিও। একটি করে উইকেট নেন আল আমিন হোসেন ও নাইম ইসলাম জুনিয়র।