বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

ব্যাটারদের মন খারাপ হবে তাই উদযাপন করেন না হাসান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:44 বৃহস্পতিবার, 23 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৫ উইকেট নিয়েও বড় উদযাপন করতে দেখা যায়নি হাসান মাহমুদকে। তবে শুধু এই ম্যাচেই নয়, প্রায় সব ম্যাচেই উইকেট পাওয়ার পর নিজেকে সামলে নেন এই তরুণ। শেষ ওয়ানডেতে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে এই রহস্য খোলাসা করেছেন তিনি। জানিয়েছেন, ব্যাটারদের মন খারাপ হবে বলেই বাড়তি উজ্জাপন করেন না।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে বৃষ্টির কারণে বোলিং করা হয়নি হাসানের। তবে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেই ধ্বস নামিয়েছিলেন আইরিশদের টপ অর্ডারে। শেষ দিকে আরও দুই উইকেট নিয়ে প্রথমবারের মত ৫ উইকেট পাওয়ার কীর্তি অর্জন করেন।

এই ম্যাচের আগে হাসান শেষ ওয়ানডে খেলেছিলেন গেল বছর ভারত সিরিজে। এছাড়া ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সিরিজে ৩টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন হাসান। ৩ ম্যাচে ৩ উইকেট নিয়ে করেছিলেন ইকোনমিকাল বোলিং।

বাংলাদেশ দল পেসারদের বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর পরিকল্পনার এখন বড় অংশ হাসান। তাই সিলেটে তৃতীয় ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়ে সামর্থ্যের জানান দেয়ার সঙ্গে বিশ্বকে দিলেন বড় বার্তা। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাড়তি উজ্জাপন না করার কারণ।

হাসান বলেন, 'ব্যাটসম্যানকে আউট করে সেলিব্রেশন করলে মনে হয় ও আরেকটু মন খারাপ করবে, তাই সেলিব্রেট করি না। এটা আমার প্রথম পাঁচ উইকেট (আন্তর্জাতিক ক্রিকেটে), ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি।'

'আরও যারা পেস বোলার আছে বিগত কয়েক দিন ধরে অনেক পরিশ্রম করছি অ্যালেন্ড ডোনাল্ডের সঙ্গে। সবার সাথে সবার কানেকশন আছে। আমরা চেষ্টা করছি এটা আরও কিভাবে উন্নতি করা যায়' আরও যোগ করেন হাসান। 

অ্যালেন ডোনাল্ডের অধীনে পেস বোলিং ইউনিট দারুণ বোলিং করছে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত পেস বোলিং বিভাগ ১০ উইকেট নেয়ার পর কৃতিত্ব দিয়েছেন কোচকেই। হাসান আরও বলেন, 'আলাদা করে বলতে গেলে ও আমাদের সঙ্গে ওর অভিজ্ঞতা শেয়ার করে।'

'কিভাবে কি করেছে, খারাপ সময়ে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। কোন পরিস্থিতিতে কি করতে হবে, কোন বল করতে হবে ও সব সময় এসবই শেয়ার করে। স্কিলের ব্যাপারে তো ও অসাধারণ, ভালো কাজ করে আমাদের পেছনে' আরও যোগ করেন এই তরুণ।