আইপিএলে টসের পর একাদশ ঠিক করবেন ধোনি-রোহিতরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:47 বুধবার, 22 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সবশেষ এসএ-টোয়েন্টির সময় গ্রায়েম স্মিথ জানিয়েছিলেন, টসের পর একাদশ নির্বাচন করলে অনেকাংশে টসের গুরুত্ব কমে যায়। যদিও টসের পর একাদশ নির্বাচনের প্রক্রিয়ায় হেঁটেছিল সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি। এসএ-টোয়েন্টির নিয়মের দেখা মিলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।

টসের সময় নয়, টসের পর একাদশ নির্বাচন করতে পারবে দলগুলো। ৩১ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের এবারের আসর থেকেই দেখা যাবে এমন নিয়ম। তাতে রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনিরা টসের পর একাদশ ঠিক করবেন। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বরাবরই টসের সময় অধিনায়কদের একাদশের তালিকা জমা দিতে হয়। তবে এমন নিয়ে পরিবর্তন এনেছিল সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুরুতে ১৩ জন ক্রিকেটারের তালিকা জমা দিয়ে পরবর্তীতে তা ১১ জনে নামিয়ে আনা যেতো। বাকি দুজন অতিরিক্ত ফিল্ডার হিসেবে থাকতেন।

আইপিএলে অবশ্য এমন বাধ্যবাধকতা নেই। ভারতের মাটিতে খেলার সময় অনেকটা ভূমিকা রাখে শিশির। বেশিরভাগ ম্যাচ দিবা-রাত্রির হওয়ায় সেটার প্রভাব খানিকটা বেশি। বিষয়টা কিভাবে ঘটতে পারে সেটার একটা উদাহরণও দিয়েছে ওয়েবসাইটটি। মন্থর উইকেটে বরাবরই দলগুলো আগে ব্যাটিং করে পরবর্তীতে অল্প রান ডিফেন্ড করতে চায়।

টস হারলে বদলে যায় পরিকল্পনা। সেক্ষেত্রে আগে বোলিং করতে হলে অনেক সময় পরিকল্পনায় ব্যঘাত ঘটে। এমন অবস্থায় নতুন নিয়মে নিজেদের সঠিক পরিকল্পনা করতে পারবেন। সেক্ষেত্রে একজন ব্যাটার কমিয়ে একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারবেন দলগুলো। তাতে অবশ্য টস হারা দলকে খানিকটা পিছিয়ে থাকতে হবে। যদিও দলগুলো নিজেদের ইম্প্যাক্ট ক্রিকেটারদের ব্যবহার করার সুযোগ পাবেন তারা।

এদিকে আরও কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে আইপিএল কতৃপক্ষ। নির্ধারিত সময়ের আগে পুরো খেলা শেষ করতে না পারলেও যে কয় ওভার বাকি থাকবে সেই ওভারগুলোতে ৩০ গজের বাইরে মাত্র চারজন করে ফিল্ডার থাকবে। এদিকে উইকেটকিপার ফেইক মুভমেন্ট করলে বলটি ‘ডেডবল’ ঘোষণা করা হবে।

শুধু তাই নয়, ফিল্ডিং দলকে গুনতে হবে ৫ রান জরিমানা। ফেইক ফিল্ডিংয়ের ক্ষেত্রে এমন নিয়ম করছে আইপিএল কতৃপক্ষ। ‘ডেডবল’ এর সঙ্গে গুনতে হবে ৫ রান। এদিকে আইপিএলের এবারের আসর থেকে ইম্প্যাক্ট ক্রিকেটার ব্যবহার করতে পারবে দলগুলো। যদিও সেটা কেবলই ভারতীয় ক্রিকেটার ব্যবহার করে।