বাংলাদেশ - আয়ারল্যান্ড সিরিজ

রিশাদের চ্যালেঞ্জ সুযোগ কাজে লাগানোর, জাকেরের প্রমাণের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:33 বুধবার, 22 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট বিশ্বে যেখানে লেগ স্পিনারদের জয়জয়কার সেখানে বাংলাদেশে কেবলই হাহাকার। বেশ কবছর ধরেই বাংলাদেশের জাতীয় দলে নেই কোনো বিশেজ্ঞ লেগ স্পিনার। তানবীর হায়দার থেকে জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লব কিংবা মিনহাজুল আবেদিন আফ্রিদি। সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। এবার নতুন অস্ত্র হিসেবে টি-টোয়েন্টি দলে রিশাদ হোসেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাতে চান ডানহাতি এই লেগ স্পিনার। রিশাদের চ্যালেঞ্জ যেখানে সুযোগ কাজে লাগানোর সেখানে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনেকের চ্যালেঞ্জটা প্রমাণের। বাজিয়ে দেখার সিরিজে নিজেকে প্রমাণ করতে চান তরুণ এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশের জাতীয় কিংবা ঘরোয়া ক্রিকেট সবখানেই লেগ স্পিনারদের ম্যাচ না পাওয়ার আর্তনাদ। তরুণ লেগ স্পিনার রিশাদও আছেন সেই দলেই। সবশেষ ২০২১ সালের জুনে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। দল পেলেও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ খেলার সুযোগ নেই রিশাদের। আবাহনী লিমিটেডের প্রথম তিন ম্যাচে একাদশে দেখা মেলেনি তার।

যদিও সবশেষ ভারত সিরিজ থেকেই জাতীয় দলের নেট বোলার হিসেবে রয়েছেন তিনি। কদিন আগে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ। খুব বেশি আলো ছড়াতে না পারলেও নামের পাশে ৫০ রানে রয়েছে ২ উইকেট। এদিকে ম্যাচ না পাওয়ার আক্ষেপ না করে নিজেদের ঘাটতি কমিয়ে জাতীয় দলে লম্বা সময় খেলতে চান তিনি।

রিশাদ বলেন, ‘আমার মনে হয়, এটা (ম্যাচ না পাওয়া) আমাদেরই হয়তবা ঘাটতি যে, আমরা সুযোগ পাচ্ছি কিন্তু কাজে লাগাতে পারছি না। এটা আমাদেরই পরিবর্তন করতে হবে। আমি হয়ত সুযোগ পেয়েছি দুইটা, আমাকে দুইটার মধ্যেই সুযোগ কাজে লাগাতে হবে। তাহলে আমি পরবর্তীতে আরও সুযোগ পাব ইনশাআল্লাহ।’

জাতীয় দলে ডাক পাওয়া তরুণ এই লেগ স্পিনার আরও বলেন, ‘আমি আসলে এত কিছু (লেগ স্পিনাররা হারিয়ে যায়) চিন্তা করি না। আমার চিন্তাভাবনা, খেললে যেন অনেক দিন খেলতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন লম্বা সময় খেলতে পারি।’

এদিকে লম্বা সময় ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন জাকের। এবারের জাতীয় লিগে ৬ ইনিংসে করেছেন আসরের সর্বোচ্চ ৪৯২ রান। ৯৮.৪০ গড়ে রান করা জাকেরের তিন সেঞ্চুরির সঙ্গে রয়েছে এক হাফ সেঞ্চুরি। সবশেষ বিপিএলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি।

বলার মতো না করলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে স্লগে নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন জাকের। ১১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া এই উইকেটকিপার ব্যাটার করেছেন ১২০.৬৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান। যেখানে বেশ কয়েকটি কার্যকরী ক্যামিও ইনিংস ছিল। তাতেই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি দলে ডাক পড়েছে তার। জাতীয় দলেও বিপিএলের মতো ক্যামিও ইনিংস খেলতে চান ২৫ বছর বয়সি এই ক্রিকেটার।

জাকের বলেন, ‘পরিবর্তনগুলা তো আসলে... উনারা আগেও বলেছেন, ক্রিকেটারদের বাজিয়ে দেখছেন। তো ওই একটা প্রক্রিয়ার মধ্যে আমিও হয়তো পড়েছি। আমাকে প্রমাণ করার জন্যই ওখানে ডাকা হয়েছে। আমি চেষ্টা করব। যেহেতু টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে, বিপিএলে আমি যে ধরনের দায়িত্ব পালন করেছিলাম, চেষ্টা করব ওই ধরনের ক্যামিও ইনিংসগুলো খেলার।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি বিপিএলে এরকম জায়গায়ই (শেষ দিকের ওভারে) ব্যাটিং করেছিলাম। তখন আমার ওরকম পরিকল্পনা নিয়ে অনুশীলনের অভিজ্ঞতা আছে। আমি ঘরোয়াতেও আবাহনীর যে অনুশীলন, ওখানেও আমি স্লগের কিছু অনুশীলন করে নিয়েছি। তো এগুলো আমার ব্যক্তিগত কিছু প্রস্তুতি আছে। এরকমভাবেই নিজেকে আমি প্রস্তুত করেছি।’