বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ

বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: ডোনাল্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:11 বুধবার, 22 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের পেসাররা। ইংল্যান্ড সিরিজের পর মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদদের ফর্ম অব্যাহত আছে আয়ারল্যান্ড সিরিজেও। নিজে কোনো কৃতিত্ব না নিয়ে পেসারদের এমন পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট অ্যালান ডোনাল্ড।  একইসাথে পেসারদের বোলিংয়ে আরও অনেক ইতিবাচক পরিবর্তন আনতে চান জাতীয় দলের এই পেস বোলিং কোচ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতে ১৮৩ রানে। সেই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৩৮ তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের পেসারদের দাপটে মাত্র ১৫৫ রানে অলআউট হয় আইরিশরা।

বাংলাদেশের হয়ে ৪২ রান খরচায় চার উইকেট নেন ইবাদত। মাত্র ১৫ রান খরচায় দুই উইকেট নেন তাসকিন। দ্বিতীয় ওয়ানডেতেও ভালো বোলিংয়ের জন্য মুখিয়ে ছিল বাংলাদেশ। যদিও ব্যাটিংয়ের পর জোরে বৃষ্টি নামলে আর বোলিং করা হয়নি বাংলাদেশের।

তৃতীয় এবং শেষ ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ডোনাল্ড বলেন, 'কোচ হিসেবে আমরা এখানে বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, এখানে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এরপর ক্রিকেটাররা সেটাতে বিশ্বাস করতে পারে অথবা অন্তত চেষ্টা করে এরপর তারা আগ্রহী না হতে পারে।'

'আমি যেটা বলছি, এটা দেখা অসাধারণ যেভাবে পুরো একটা গ্রুপের ছেলেরা...শুধু গত ম্যাচে যারা খেলেছে, তারাই নয়। এখানে যারা নেই তারাও। হাসান মাহমুদ, শরিফুল, খালেদ; সবাই এই যাত্রার অংশ। এটা খুবই ভালো লাগছে। এটা দেখা অসাধারণ যে নতুন এপ্রোচ ও ভাবনার সঙ্গে মানিয়ে নিয়েছি।'

সিলেটের মাটিতে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ৩৪৯ রান তোলে বাংলাদেশ। সিলেটের উইকেটের দারুণ প্রশংসা করেছেন ডোনাল্ড। তার মতে, উইকেটে পেস ও বাউন্স থাকায় ব্যাটাররাও রান পেয়েছেন এই উইকেটে।

তিনি আরও বলেন, 'এটা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফরম্যান্স। এই জমাট মানসিকতার ব্যাপারে অনেকদিন ধরে বলছি। আমার মনে হয় এই দলের মানসিকতা যেভাবে মানিয়ে নিয়েছে, এটা দারুণ। এটা দেখা অসাধারণ যেভাবে আমরা প্রথম ম্যাচে বল করেছি। সবার ইম্প্যাক্ট ছিল, প্রশ্ন তৈরি করতে পেরেছি, সুযোগও বানিয়েছে।'

'আমি খুবই আনন্দিত এসব দেখে। আমাদের বলতে হবে এখানকার কিউরিটের খুব ভালো উইকেট দিয়েছে। এই উইকেটে পেস ও বাউন্স আছে, ধারাবাহিকভাবে ক্যারি করেছে, গতিও ছিল। এজন্য ব্যাটাররাও রান পাচ্ছে।'