Connect with us

বাংলাদেশ ক্রিকেট

রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক


প্রকাশ

:

ছবি : রেকর্ড সেঞ্চুরির পর উদযাপনে মুশফিক / ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

বাহারি সব শটের পসরা বসিয়ে আগের ম্যাচেই ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে সেটির পূর্ণতা দিতে পারেননি তিনি। প্রথম ওয়ানডের আক্ষেপ মিটিয়েছেন পরের ম্যাচে। আইরিশ বোলারদের তুলোধুনো করে চোখ ধাঁধানো সব শটে তুলে নেন সেঞ্চুরি। মাত্র ৬০ বলে একশ ছুঁয়ে ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে। 

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি তুলে নেয়ার ফল পেয়েছেন আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও। বুধবার আইসিসির হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিক। রেকর্ড সেঞ্চুরির পর অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার উঠে এসেছেন ১৮তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেরা অবস্থানে রয়েছেন মুশফিক।ৎ

এদিকে বেশ কিছুদিন ধরেই ব্যর্থতার বৃত্তে আটকে আছেন তামিম ইকবাল। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সুবিধা করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। প্রথম ওয়ানডেতে ৩ রান করা তামিম দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন ২৩ রানে। ব্যাটিংয়ে বেশিরভাগ সময়ই তাকে দেখা গেছে অস্বস্তিতে।

এমন পারফরম্যান্সের পর ব্যাটারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছেন তামিম। বর্তমানে ২২তম স্থানে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। এদিকে অভিষেকে ৯২ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় পরের ম্যাচে ৪৯ রান করলেও সেরা একশতে প্রবেশ করতে পারেননি।



লিটন দাস-সাকিব এবং নাজমুল হোসেন শান্ত দারুণ ব্যাটিং করলেও র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের বোলারদের মাঝে তেমন কোনো পরিবর্তন নেই। আগের মতোই বাংলাদেশের পক্ষে শীর্ষে থাকা সাকিব রয়েছেন ৬ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে এখনও মাঠে না নামা মেহেদি হাসান মিরাজ রয়েছেন ১৬ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। দুইয়ে ট্রেন্ট বোল্ট আর তিনে মোহাম্মদ সিরাজে। ব্যাটিংয়ে শীর্ষে বাবর আজম। অলরাউন্ডারদের মাঝে সবার উপরে রয়েছেন বাংলাদেশের সাকিব। তার পেছনে মেোহাম্মদ নবি ও রশিদ খান।

সর্বশেষ

৮ জুন, বৃহস্পতিবার, ২০২৩

মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে সাকিব

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

আর্কাইভ

বিজ্ঞাপন