বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

আফিফ-তানভিরদের চোখে চোখে রাখবেন নান্নু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:27 বুধবার, 22 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট || 

আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডের আগে দল থেকে বাদ দেওয়া হয় আফিফ হোসেনকে। ফলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশ নিতে ঢাকায় চলে আসেন তিনি। কিন্তু এবার এই তরুণকে আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডেও রাখেননি বিসিবির নির্বাচকরা। 

আফিফের সঙ্গে সবশেষ ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানভির আহমেদ ও রেজাউর রহমান রাজারাও। তবে নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

এছাড়া স্কোয়াডে ফিরেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ফেরার পর চোটের কারণে বাদ পড়েছিলেন। তবে এবার ফিরলেন আয়ারল্যান্ড সিরিজে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল তানভিরের। সে ম্যাচে দুই ওভার বল করে পেয়েছিলেন ১টি উইকেট।

সোহান অবশ্য ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি। একই অবস্থা ছিল রাজারও। তিনিও কোনো ম্যাচ খেলেননি ইংল্যান্ড সিরিজে। তবে আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়াদের নিয়ে আশার বানী শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

আয়ারল্যান্ড সিরিজকে পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে নিয়েছে বিসিবি। তাই এই সিরিজে আরও কয়েকজন তরুণকে পরখ করে দেখতে চাইছেন তারা। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়াদের চোখের আড়াল হতে দেবে না বিসিবি বলেও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক।

মিনহাজুল আবেদীন বলেন, 'ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারাই এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।