বাংলাদেশ ক্রিকেট

ডোনাল্ডের চোখে ইবাদত সিলেটের রকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:09 বুধবার, 22 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

গতির কমতি ছিল না তবে লাইন-লেংথে খানিকটা দৈন্যদশা ছিল ইবাদত হোসেনের। একটা সময় কেবল বোলিং মেশিনের মতো একাধারে বোলিং করতে দেখা যেতো ডানহাতি এই পেসারকে। তবে সময়ের বিবর্তনে নিজেকে বদলে ফেলেছেন ইবাদত। হয়ে উঠেছেন দলের পেস বিভাগের অন্যতম পেসার। বদলে যাওয়া ইবাদতে মুগ্ধ অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের পেস বোলিং কোচের চোখে, ইবাদত সিলেটের রকেট।

ক্যারিয়ারের প্রথম ৫ টেস্টে মাত্র ৬ উইকেট নিয়েছিলেন ইবাদত। যেখানে নিজের চর্তুথ টেস্টেই ৩ উইকেট ছিল ডানহাতি এই পেসারের। ওয়ানডেতে অবশ্য শুরুটা ভালো ছিল। তবে খানিকটা খরুচে ছিলেন তিনি। টি-টোয়েন্টিতেও ছিল ওয়ানডে ক্রিকেটের দশা। উইকেট পেতেন তবে থাকতেন কিছুটা খরুচে। তবে পরিশ্রম করে নিজেকে বদলে ফেলেছেন ইবাদত।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখা গেছে ডানহাতি এই পেসারের দুর্দান্ত বোলিং নৈপূণ্য। ৪২ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। সেই সঙ্গে গতি দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। গতি নিয়ে ইবাদতের প্রশংসা করেছেন ডোনাল্ড। সেই সঙ্গে ডানহাতি এই পেসারের উন্নতির আরও জায়গা খুঁজছেন বাংলাদেশের এই পেস বোলিং কোচ।

এ প্রসঙ্গে ডোনাল্ড বলেন, ‘সে তো কাপিয়ে দিচ্ছে! ঠিক এক বছর আগে আমি ওকে (ইবাদত) যখন সাউথ আফ্রিকায় দেখেছিলাম তখন থেকেই সে প্রভাবিত করে চলেছে। আপনি যদি জিজ্ঞেস করেন কোনো বিভাগে তার উন্নতির প্রয়োজন আছে কিনা! সেটাই আমি খোঁজার চেষ্টায় আছি। তবে আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ইবাদত সব সময় খেলার ভেতর নিজেকে সম্পৃক্ত রাখে ‘

‘চার-ছয় খেলেও সে প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছে। কখনও কখনও সে ১৪৫-১৪৮ গতিতে বোলিং করছে, আপনি জানবেন এই গতি ম্যাচের কোনো না কোনো অংশে দলের কাজে আসবে। গত ম্যাচেও এটা দেখা গিয়েছে। সে প্রশংসার যোগ্য, সে অ্যাথলিট, কাজ করার জন্য দারুণ একজন। সে সিলেটের রকেট।’

একটা সময় ভাবা হতো ইবাদত কেবলই টেস্টের ক্রিকেটার। সেই তকমা থেকে বেরিয়ে এসেছেন সিলেটের এই পেসার। বর্তমানে তিন সংস্করণেই দলের গুরুত্বপূর্ণ অংশ তিনি। ডোনাল্ডও মনে করেন, ইবাদত তিন সংস্করণেই গুরুত্বপূর্ণ বোলার। বাংলাদেশের এই পেসারকে প্রতিভাবান আখ্যা দিয়ে ডোনাল্ড জানান তার সঙ্গে কাজ করতে পছন্দ করেন।

ডোনাল্ড বলেন, ‘আমি ওর সঙ্গে কাজ করতে ভালোবাসি, দারুণ প্রতিভাবান। এখন যে অবস্থায় সে আছে, এটা সে অর্জন করে এসেছে। ৩ ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ অংশ। আমি শুধু ওর সঙ্গে না, সবার সঙ্গেই কাজ করছি। বিশেষ করে ট্যাক্টিকাল বিষয়গুলোর প্রতি বাড়তি মনোযোগ দিচ্ছি। তিন ফরম্যাটেই ম্যাচের বুদ্ধিমত্তা নিয়ে আমরা কাজ করছি, দল হিসেবে এই জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে।’