বিশ্বকাপ

৫ অক্টোবর শুরু বিশ্বকাপ, ফাইনাল ১৯ নভেম্বর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:33 বুধবার, 22 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ এখনও প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সংকেতের অপেক্ষায় আছে তারা। যদিও জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর মতে, আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ নভেম্বর।

ফাইনালের ভেন্যু হিসেবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কথাও জানিয়েছে ক্রিকইনফো। ফাইনাল ছাড়া আর কোন ম্যাচ কোন স্টেডিয়ামে হবে সেটা এখনও ঠিক করেনি বিসিসিআই। তবে এই স্টেডিয়াম ছাড়াও আরও ১১টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পুরো আসর।

আরও জানা গেছে, ৪৬ দিনের টুর্নামেন্টটিতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্মৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাই।

ভারতের বিভিন্ন প্রদেশে একই সময়ে বর্ষাকাল হয় না। যার কারণে বৃষ্টির কথা মাথায় রেখে সময় নিয়ে সূচি বানাচ্ছে বিসিসিআই, এমনটাই জানিয়েছে ক্রিকইনফো। সাধারণত বিশ্বকাপের সময়সূচি নির্ধারিত সময়ে এক বছর আগেই জানিয়ে দেয় আইসিসি।

কিন্তু এবার দেরি করতে হচ্ছে আইসিসিকে। এই ব্যাপারে দুটি বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিসিআই ও ভারত সরকার। এক হচ্ছে, পাকিস্তানি ক্রিকেটারদের ভারতের ভিসা নিশ্চিত করা।আর দ্বিতীয়ত হচ্ছে, বিশ্বকাপ সংশ্লিষ্টদের কর মওকুফ।

দুবাইতে গত সপ্তাহে সভায় বসেছিল আইসিসি। সেই সভায় বিসিসিআই জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা দেয়ার ব্যাপারটি এরই মাঝে নিশ্চিত করে ফেলেছে তারা।

আইসিসির কোনো আসর ছাড়া ২০১৩ সালের পর থেকে ভারতের মাটিতে খেলেনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এ ছাড়া কর মওকুফ নিয়ে ভারত সরকারের অবস্থান কিছুদিনের মধ্যেই আইসিসিকে অবগত করবে বিসিসিআই।

আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী, কর মওকুফে তাদের সাহায্য করতেই হবে বিসিসিআইকে। আর এসব বিষয় নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করবে আইসিসি।