নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা সিরিজ

নাটকীয় ব্যাটিং বিপর্যয়ের পর ফলো অনে শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:12 রবিবার, 19 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন কেবল দিমুথ করুনারত্নের ব্যাটই পৃথক প্রথক দুটি ইনিংসে কথা বলেছে! এ ছাড়া ব্যর্থ হয়েছেন লঙ্কান ব্যাটারদের প্রায় সবাই। প্রথম ইনিংসে দারুণ হাফ সেঞ্চুরির পর ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৫০ পার হয়ে থেমেছেন করুনারত্নে। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে থামে ১৬৪ রানে। দ্বিতীয় ইনিংসে দলটি করেছে দুই উইকেটে ১১৩ রান। ইনিংস হার আটকাতেই তাদের প্রয়োজন আরও ৩০৩ রান, হাতে আছে আট উইকেট।

কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসের জোড়া ডাবল সেঞ্চুরির পরদিন একটুও সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। ম্যাট হেনরি-মাইকেল ব্রেসওয়েলদের সামনে এ দিন আসা যাওয়ার মধ্যেই থাকতে হয়েছে সফরকারীদের।

কেবল একপ্রান্ত আগলে রেখেছেন করুনারত্নে। ১৮৮ বলে ৯টি চারে ৮৯ রান করে প্রথম ইনিংসের নবম ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন তিনি। অধিনায়ককে পর্যাপ্ত সঙ্গ দিতে পারেননি আর কেউই।

কেবল দীনেশ চান্দিমালের ব্যাটে আসে ৯২ বলে ৩৭ রান। এ ছাড়া উইকেটরক্ষক নিশান মাদুশকা করেন ৩১ বলে ১৯ রান। মাঝে করুনারত্নে-চান্দিমালের ৮০ রানের জুটিটিই এই ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। ৩৪ রানে চার উইকেট হারানো শ্রীলঙ্কা নিজেদের শেষ ছয়টি উইকেট হারায় ৫০ রানে!

নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন হেনরি এবং ব্রেসওয়েল। একটি করে উইকেট নেন টিম সাউদি, ডগ ব্রেসওয়েল এবং ব্লেয়ার টিকনার।

আবারও ব্যাটিংয়ে নেমে শুরুটা মনমতো করতে পারেনি শ্রীলঙ্কা। ৩৬ বল খেলে ব্যক্তিগত ৫ রানে ফিরে যান ওশাদা ফার্নান্দো। তার উইকেটটি নেন ডগ ব্রেসওয়েল। দলীয় ৯৭ রানের মধ্যে করুনারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। এই ইনিংসেও হাফ সেঞ্চুরি করেন তিনি।

৮৩ বলে চারটি চারে ৫১ রান করে টিম সাউদির বলে ডিপ মিড উইকেটে ডেভন কনওয়েকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর অবশ্য দলকে আর বিপদে পড়তে দেননি কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দেখেশুনে খেলতে খেলতে নিজের হাফ সেঞ্চুরি আদায় করেন মেন্ডিস। ১০০ বলে আটটি চারে ৫০ রান করে অপরাজিত আছেন তিনি। ৪০ বল খেলা ম্যাথিউস আছেন এক রান করে। ৪৩ ওভারের এই ইনিংসে লঙ্কান ব্যাটাররা মেইডেন দিয়েছেন ১৩ ওভারই!