আইপিএল

বেঙ্গালুরুতে জ্যাকসের বদলি ব্রেসওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:18 শনিবার, 18 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

উইল জ্যাকসের ছিটকে যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল মাইকেল ব্রেসওয়েলকে দলে টানতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। জ্যাকসের বদলি হিসেবে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারকে দলে নিয়েছে বেঙ্গালুরু।

আইপিএল খেলার অভিজ্ঞতা না থাকলেও ভারতের বিপক্ষে পারফর্ম করে নজর কেড়েছেন ব্রেসওয়েল। সবশেষ ভারত সফরে হায়দরবাদে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার। তাতেই নজর কেড়েছে ফ্র্যাঞ্চাইজিটির। অথচ আইপিএল নিলামে তাকে নেয়ার আগ্রহই দেখায়নি কেউ। 

জ্যাকসের চোটে অবশেষে কপাল খুলেছে ব্রেসওয়েল। ১ কোটি রুপিতে বেঙ্গালুরুর জার্সিতে দেখা যাবে ১ে৬ টি-টোয়েন্টিতে ১১৩ রান করা ও ২১ উইকেট নেয়া এই ক্রিকেটারকে। এর আগে ৩ কোটি ২০ লাখ রুপিতে জ্যাকসকে নিয়েছিল বেঙ্গালুরু। 

মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল জ্যাকসকে। তবে বাংলাদেশ সফরে এসে চোটে পড়ায় আইপিএল খেলা হচ্ছে না ইংলিশ এই ক্রিকেটারের। বাংলাদেশের বিপক্ষে শুরুতে ওয়ানডে দলে না থাকলেও টম অ্যাবেলের চোটে ডাক পেয়েছিলেন তিনি।

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকও হয় তার। যদিও ব্যাট-বলে রাঙাতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও খুব বেশি সুবিধা করতে পারেননি জ্যাকস। সবমিলিয়ে দুই ম্যাচে ২৭ রান করার সঙ্গে একটি উইকেট নিয়েছেন তিনি। 

মিরপুরে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় উরুতে চোট পেয়েছিলেন ইংলিশ এই ক্রিকেটার। ফলে তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে যেতে হয় জ্যাকসকে। আইপিএলের আগে সেরা উঠার সম্ভাবনা না থাকায় তার বদলি হিসেবে ব্রেসওয়েলকে দলে নিয়েছে বেঙ্গালুরু।

আগামী ২ এপ্রিল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের এবারের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন বিরাট কোহলিরা। যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এবারও মৌসুমেও বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসি।