নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা সিরিজ

বৃষ্টিবিঘ্নিত দিনে কনওয়ের হাফ সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:51 শুক্রবার, 17 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আগের ম্যাচের পরপরই নির্ধারিত হয়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি তাই গুরুত্ব হারিয়েছে অনেকটাই। তবে ওয়েলিংটন টেস্ট গুরুত্ব হারায়নি শ্রীলঙ্কার কাছে। স্বাগতিকদের হারিয়ে সিরিজ সমতায় রেখে শেষ করতে চায় দিমুথ করুনারত্নে। যদিও প্রথম দিন ভালো যায়নি সফরকারীদের। ডেভন কনওয়ে'র হাফ সেঞ্চুরিতে দুই উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে বৃষ্টি বিঘ্নিত দিন পার করেছে কিউইরা।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বৃষ্টির হানায় ভেস্তে যায় এই দিনের প্রথম সেশন। এমনকি টস করাও সম্ভব হয়নি তখনও। ম্যাচ শুরু হয় দ্বিতীয় সেশনে। তারপর শেষ সেশনে কয়েক ওভার খেলা হওয়ার পর আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। মোটে খেলা হয়েছে ৪৮ ওভার।

খেলা শুরু হলে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। ২৫ ওভার পর্যন্ত নিরাপদে রান তুলছিল তারা। স্কোরবোর্ডে ৮৭ রান তোলার পর বিদায় নেন দলটির ওপেনার টপ লাথাম।

কাসুন রাজিথার করা ২৬তম ওভারের প্রথম বলে ডিপ স্কয়ারে তার ক্যাচটি নেন প্রবাথ জয়সুরিয়া। ৭৩ বল খেলে কোনো চার-ছক্কা হাঁকানো ছাড়াই ২১ রান করে বিদায় নেন লাথাম।

দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইনফর্ম এই ওপেনার। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু ধনঞ্জয়া ডি সিলভার বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরতে হয় তাকেও। ফেরার আগে ১০৮ বলে ৭৮ রান করেন কনওয়ে। ইনিংসে ছক্কা না থাকলেও ছিল চারটি চারের মার।

বাকি সময়টা নিরাপদেই পার করেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। উইলিয়ামসন ৭৬ বলে ২৬ এবং নিকোলস ৩২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। দুজনে গড়েছেন ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ১৫৫/২ (৪৮ ওভার) (কনওয়ে ৭৮, উইলিয়ামসন ২৬*; ধনঞ্জয়া ১/১৮)।