promotional_ad

লিভিংস্টোন-জ্যাকসদের বলতে চাই 'আমার সময় শেষ': মঈন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড দলে এখন পারফর্মারদের ছড়াছড়ি। পুরোনো তারকাদের পাশাপাশি একঝাঁক নতুন ক্রিকেটার উঠে এসেছেন যারা নিয়মিত পারফর্ম করে চাপ বাড়াচ্ছেন অভিজ্ঞদের ওপর। সবচেয়ে বেশি চাপে রয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মঈন আলী।


কারণ তার মতো ডানহাতি স্পিনের সঙ্গে ব্যাটিং পারা ক্রিকেটারের সংখ্যাটা অনেক। ইংল্যান্ড দলে লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকসদের ভূমিকাও মঈন আলীর মতোই। অনেক সময়ই অভিজ্ঞ মঈনকে রেখে তরুণদের দিকে ঝুঁকছে ইংল্যান্ডের ম্যানেজমেন্ট।

টেস্ট ক্রিকেট থেকে মঈন অবসর নিয়েছেন এক বছর আগে। সীমিত ওভারের ক্রিকেটকেই ধ্যানজ্ঞান করে নিয়েছেন তিনি। খেলে চলেছেন ফ্যাঞ্চাইজি ক্রিকেটেও। এ বছরের শেষদিকে ভারতের অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরের পর ক্যারিয়ার নিয়ে ভাববেন বলেও জানিয়েছেন মঈন।


এ প্রসঙ্গে টকস্পোর্টস ২ কে মঈন বলেন, ‘আমি অনেক লক্ষ্য ঠিক করি না। তবে আমি বিশ্বকাপ খেলতে চাই, এই বিশ্বকাপে দলের অংশ হতে চাই। বিশ্বকাপ জিততেও চাই, এরপর দেখা যাবে…।’


promotional_ad

সময় হলে নিজেই লিভিংস্টোন-জ্যাকসদের হাতে জায়গা ছেড়ে দেবেন বলে জানিয়েছেন মঈন। এই উদ্যোম নিয়ে ৭-৮ মাস আরও খেলা চালিয়ে যেতে চান মঈন। তাদেরকে আগামী বিশ্বকাপের জন্য তৈরি করে যেতে চান তিনি। এরপরই নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার।


মঈন বলেছেন, ‘আমি বলছি আমি অবসর নেবো, এও বলছি না যে অবসর নেবো না। ৩৫ বছর বয়সে এসে আরও ৭-৮ মাস খেলা অনেক ধকলের। এমন সময় আসতে পারে যেখানে আমি ভাববো শেষ হয়েছে সব। আমি হয়তো লিভিংস্টোন বা জ্যাকসের দিকে তাকিয়ে বলবো, ‘দেখো আমার সময় শেষ হয়েছে। আমি তাদেরকে পরবর্তী বিশ্বকাপের জন্য তৈরি করব।’


নিজের পরিকল্পনার জায়গাটা থেকে বেশ পরিস্কার মঈন। তিনি কি করতে চান কেন করতে চান এই বিষয়ে এখন থেকেই ভেবে রেখেছেন তিনি। তার মতো অনেক তরুণ ক্রিকেটার উঠে আসায় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ব্যাপারটা উপভোগ করছেন তিনি।


দলকে চ্যাম্পিয়ন করতে সব ধরনের চেষ্টাই করবেন তিনি। মঈন বলেন, ‘আমি কিছু সিদ্ধান্ত নেইনি, তবে আমার আইডিয়া আছে আমি কি করতে চাই বা করি। যখন আমি কোন ক্রিকেটারকে উঠে আসতে দেখি তখন তা আমাকে সত্যিই অনেক আনন্দ দেয়। আমাদের চ্যাম্পিয়ন করতে যেটাই ভালো হবে সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেটাই মূল।’


ওয়ানডে ক্রিকেট ছাড়লেও টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান মঈন। তিনি বলেন, ‘আমি মনে করি এটা চালিয়ে যাওয়া বেশি যুক্তিযুক্ত। যদি আমি ভালো খেলি এবং ফ্র্যাঞ্চাইজি দল ও ইংল্যান্ডের হয়ে ভালো খেলি তাহলে কেনো নয়?’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball