বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

আমাদের হারানোর কিছু ছিল না: মিরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:06 রবিবার, 12 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর কন্ডিশন ও উইকেট বিবেচনায় এক পরিবর্তন নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারির পরিবর্তে একাদশে জায়গা পান মেহেদী হাসান মিরাজ। তিনিই দ্বিতীয় টি-টোয়েন্টিতে পার্থক্য গড়ে দিয়েছেন।

আগে বল হাতে ১২ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৪ উইকেট নিয়েছেন। এরপর ব্যাট হাতে ১৬ বলে ২০ রান যার মধ্যে দুটি ছক্কা। সব মিলিয়ে বলতে গেলে সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের নায়কতো মিরাজই। ম্যাচ শেষে এই অলরাউন্ডার জানিয়েছেন তিনি টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চেয়েছিলেন।

মিরাজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, 'টিম ম্যানেজম্যান্ট আমার ওপর ভরসা করেছে। আমাকে খেলিয়েছে এই ম্যাচে। মনে করেছে, আমি এই ম্যাচে খেললে দলকে কিছু একটা দিতে পারব, বিশেষ করে এই উইকেটে। তারা যে আমার ওপর বিশ্বাসটা করেছে, তার প্রতিদান দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।'

ইংল্যান্ডকে সামনে পেলেই যেন জ্বলে ওঠেন মিরাজ। অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। যদিও এবারের চ্যালেঞ্জটা ভিন্নরকম ছিল মিরাজের কাছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডনিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন মিরাজ।

বিশ্বকাপে এই একটি ম্যাচেই খেলেছিলেন এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও দলের প্রথম পছন্দে ছিলেন না তিনি। সব চ্যালেঞ্জ জয় করে দলের নিয়মিত অংশ হয়ে উঠতে ইংল্যান্ডের বিপক্ষে এই অলরাউন্ড পারফরম্যান্স দারুণ কাজে দেবে সেটা বলাই বাহুল্য।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়ে এক ধাপ এগিয়েই ছিল বাংলাদেশ। সিরিজ জয়টা দ্বিতীয় ম্যাচেই হবে নাকি তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হবে সেটাই ছিল দেখার বিষয়। মিরাজ জানিয়েছেন, এই ম্যাচে হারানোর কিছু ছিল না তাদের। এই মানসিকতার কারণেই জয় পাওয়া সহজ হয়েছে তাদের। 

তিনি বলেন, 'আমাদের যারা তরুণ খেলোয়াড় আছে, আমরা বড় দলের সঙ্গে খেললে মানসিকভাবে আরো শক্ত হতে পারি। তাদের সাথে কীভাবে লড়াই করব সেটার একটা প্রবণতা আমাদের সবার মধ্যে কাজ করে। বড় দলের সাথে খেললে হারানোর কিছু থাকে না, পাওয়ার অনেক কিছু থাকে। আমরা সিরিজ জিতেছি। আমাদের হারানোর কিছু ছিল না। কিন্তু আমরা সবাই যেভাবে খেলেছি, সাহস নিয়ে খেলেছি এটাই একটা দলকে অনেক মোটিভেট করে।'