নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা সিরিজ

ছিটকে গেলেন ওয়াগনার, ৭ বছর পর কিউই দলে ব্রেসওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:58 রবিবার, 12 মার্চ, 2023


|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন নেইল ওয়াগনার। মেরুদণ্ডের ডিস্কের সমস্যা এবং ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের  কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন এই পেসার। তার বদলি হিসেবে ডগ ব্রেসওয়েলের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

চলমান ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে পিঠে ব্যথা ও ডান পায়ে টান লাগে ওয়াগনারের। এরপরই মাঠ ছাড়তে দেখা যায় অভিজ্ঞ এই পেসারকে। তার ছিটকে পড়ায় হতাশ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।

তিনি বলেন, 'আমরা সবাই জানি, নেইলের (ওয়াগনার) জন্য কিউইদের হয়ে টেস্ট খেলাটা কতোটা গুরুত্বপূর্ণ। তাকে সাইড লাইনে দেখতে পেরে আমরা হতাশ। সে এখনও খেলতে চায়। এমন ইনজুরির পরও সে দলের কথা ভাবছে এবং তার সবটুকু দিয়ে যাচ্ছে।'

'ডগ (ব্রেসওয়েল) দারুণ একজন বোলার। সেন্ট্রাল স্টাগসের হয়ে সকল ফরম্যাটেই সে দারুণ ফর্মে আছে। আমার বিশ্বাস, পরের টেস্টে তার দক্ষতা দলের বাকি বোলারদের অনুপ্রাণিত করবে।'

চলমান ক্রাইস্টচার্চ টেস্টে ম্যাচ জিততে শেষ দিনে কিউইদের প্রয়োজন আরও ২৫৭ রান। হাতে আছে ৯ উইকেট। জানা গেছে, দলের প্রয়োজনে ব্যাটিং করতে নামতে পারেন ওয়াগনার।

এদিকে ওয়াগনারের পরিবর্তে দলে জায়গা পাওয়া ব্রেসওয়েল সাত বছর পর জাতীয় দলে ফিরলেন। ৩২ বছর বয়সী এই পেসার শেষবার কিউইদের হয়ে টেস্ট খেলেছিলেন ২০১৬ সালে। সবমিলিয়ে ২৭ টেস্ট খেলে ৭২ উইকেট নিয়েছেন তিনি।

শেষ টেস্টের আগে নিউজিল্যান্ড দলে টিম সাউদির সঙ্গে ব্রেসওয়েল ছাড়াও পেস বোলিং আক্রমণ সামলানোর জন্য আছেন ম্যাট হেনরি, ব্লেয়ার টিকনার এবং স্কট কুগেলেইন।