প্রোটিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে ৫ নতুন মুখ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:05 শনিবার, 11 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগের বছরের চুক্তিতে ১৬ জন ক্রিকেটার থাকলেও এবার তা বাড়িয়ে করা হয়েছে ২০ জনের। চুক্তিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, বিয়ন ফরচুন, সিসান্ডা মাগালা ও রায়ান রিকেলটন।

দীর্ঘদিন ধরেই কোলপাকে ছিলেন প্রোটিয়া পেসার ওয়েইন পারনেল। অবশ্য গত বছর আবারও প্রোটিয়াদের হয়ে ফিরেছেন তিনি। এই পেস তারকাকেও চুক্তিতে জায়গা দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। বাদ পড়েছেন জানেমান মালান ও আন্দিলে ফেহলুকায়ো।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয়ায় স্বাভাবিকভাবেই চুক্তি থেকে বাদ পড়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস। সাদা ও লাল বলের পৃথক পৃথক চুক্তি না হলেও কুইন্টন ডি কক ও ডেভিড মিলারকে শুধু সাদা বলের ক্রিকেটে বিবেচিত হবেন। কারণ দুজনই লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন গত বছর।

ডিন এলগার ও কিগান পিটারসেন বিবেচিত হবেন শুধু টেস্টের জন্য। সাউথ আফ্রিকা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। এরপর লম্বা সময় তাদের আর কোনো টেস্ট সিরিজ নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে না থাকায় একেবারে ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে ফিরবে প্রোটিয়ারা।

চলতি বছরই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এই বিশ্ব আসরকে সামনে রেখেই তারা সাদা বলের ক্রিকেটের বেশি মনযোগ দিচ্ছে। ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে ভালো অবস্থানে নেই সাউথ আফ্রিকা। তারা এখনও বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে পারেনি। আগামী ৩১ মার্চ ও ২ এপ্রিল নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে তারা। এই দুই ম্যাচে জিতলেই তারা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে।

সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা:

টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিয়ন ফরচুন, রিজা হেন্ডরিক্স, হ্যানরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, ওয়েইন পারনেল, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডাসেন।