Connect with us

সাউথ আফ্রিকা - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

একদিনও টিকল না ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে সাউথ আফ্রিকা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

এইডেন মার্করাম ও টনি ডি জরজির দারুণ ব্যাটিংয়ের পর সাউথ আফ্রিকাকে টেনে ধরেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বড় রানের পথে হাঁটা সাউথ আফ্রিকা অবশ্য শেষ পর্যন্ত থামে ৩২০ রানে। তবে জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। আসা-যাওয়ার মিছিলে পুরোটা দিন ক্যারিবীয়দের হয়ে লড়লেন জেসন হোল্ডার। অভিজ্ঞ এই অলরাউন্ডারের অপরাজিত ৮১ রানের ইনিংসের পরও ২৫১ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের চেয়ে ৭৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে সাউথ আফ্রিকা।

জোহানেসবার্গে সাউথ আফ্রিকার ৩২০ রানের জবাব দিতে নেমে দলীয় এক রানেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। টেম্বা বাভুমার দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ত্যাগনারায়ন চন্দরপল। তরুণ এই ওপেনার আউট হয়েছেন মাত্র ১ রানে। থিতু হলেও সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটও।

কাগিসো রাবাদার গুড লেংথ ডেলিভারিতে প্রথম স্লিপে থাকা ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। ব্র্যাথওয়েট এদিন আউট হয়েছেন ৪২ বলে ১৭ রানের ইনিংস খেলে। সুবিধা করতে পারেননি জার্মেইন ব্ল্যাকউড-রেইমন রেইফাররা। তাদের দুজনকেই আউট করেছেন জেরাল্ড কোয়েতজে।

৫১ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন রোস্টন চেজ ও কাইল মেয়ার্স। তারা দুজনে মিলে যোগ করেন ৫২ রান। চেজকে বোল্ড করে তাদের জুটি ভাঙেন উইয়ান মুল্ডার। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ২৮ রানে। চেজ ফেরার পর আউট হয়েছেন মেয়ার্সও।



জশুয়া ডি সিলভাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নিতে থাকেন হোল্ডার। যদিও তাদের জুটি বড় করতে দেননি সাইমন হার্মার। ২৬ রান করা ডি সিলভাকে ফেরান ডানহাতি এই অফ স্পিনার। ক্যারিবীয় এই উইকেটকিপার ব্যাটার ফিরলেও ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন হোল্ডার।

ডানহাতি এই ব্যাটার একপ্রান্ত আগলে রাখলেও আলজারি জোসেফ, কেমার রোচরা সেভাবে সঙ্গ দিতে পারেননি। গুড়াকেশ মোতি ১৭ রান করে ফিরলে ২৫১ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৮১ রানে অপরাজিত ছিলেন হোল্ডার। সাউথ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন কোয়েতজে।

এর আগে দিনের শুরুতে ৭ উইকেটে ৩১১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে সাউথ আফ্রিকা। আগের দিনের সঙ্গে ৯ রান যোগ করতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মোতি, আলজারি ও মেয়ার্স। এদিকে দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪ রান তোলে সাউথ আফ্রিকা।

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন