ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

মন্থর ব্যাটিংয়ে আহমেদাবাদে খাওয়াজার রাজত্ব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:15 বৃহস্পতিবার, 09 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আহমেদাবাদ টেস্টের দিনের শেষ ওভার, ৯৯ রানে স্ট্রাইকপ্রান্তে উসমান খাওয়াজা। চলতি সিরিজে দুটি হাফ সেঞ্চুরি পেয়েও তা বড় করতে পারেননি এই ব্যাটার। তবে আহমেদাবাদে সুযোগ হাতছাড়া করলেন না খাওয়াজা। সর্বশেষ দুটি ভারত সফরের ৮ টেস্টে একাদশে সুযোগ না পাওয়া এই ব্যাটার মোহাম্মাদ শামিকে লেগ সাইডে মেরেই দৌড়, বল বাউন্ডারি লাইনে পৌঁছাতে উল্লাসে ভেঙে পড়লেন তিনি। মন্থর ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পাওয়ার দিন খাওয়াজার ব্যাটে লড়ল অস্ট্রেলিয়া। সঙ্গে ক্যামেরন গ্রিনের অপরাজিত ৪৯। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫৫ রান।

২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার ভাগ্যে যায় টস। ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ কোনো চিন্তা না করেই সতীর্থদের ব্যাটিংয়ে পাঠান। অধিনায়কের সিদ্ধান্তকে অবশ্য সতীর্থরা ভুল প্রমাণ হতে দেননি। প্রথম ঘন্টায় ভারতীয় বোলাররা চেষ্টা করেও উইকেটের দেখা পাননি, ১৪ ওভারে সফরকারীরা স্কোরবোর্ডে তোলে ৫৪ রান।

নতুন বল সামাল দিলেও প্রথম ঘন্টার পরই অস্ট্রেলিয়াকে বিপদে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন ও শামি। জোড়া আঘাতে সাজঘরে ফেরান ট্রাভিস হেড ও তিনে নামা মার্নাস ল্যাবুশেনকে। রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে হেড ফেরেন ৪৪ বলে ৩২ রানে। ৩ রান করা ল্যাবুশেনের স্টাম্প ভাঙেন শামি।

২ উইকেট হারালেও খাওয়াজার সঙ্গে মন্থর জুটি গড়েন স্মিথ। চারে নেমে ধীরগতির ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের চিন্তায় ফেলেন স্মিথ। তাদের ব্যাটে আর কোন উইকেট না হারিয়ে চা বিরতিতেও যায় অস্ট্রেলিয়া। খাওয়াজা তুলে নেন হাফ সেঞ্চুরি, স্মিথ তখন অপরাজিত ৩৮ রানে।

বিরতি থেকে ফিরে সেট হওয়ার আগেই স্মিথকে প্যাভিলিয়নের পথ দেখান জাদেজা। ব্যক্তিগত ১৩৫তম বলে জাদেজার বিপক্ষে ইনসাইড এজে বোল্ড হন স্মিথ। তার এই মন্থর ইনিংস থামে ৩৮ রানে। ২৪৮ বলে ৭৯ রানের জুটি ছিল দুজনের। 

এরপর পিটার হ্যান্ডসকম্বকে নিয়ে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন খাওয়াজা। তাদের ব্যাটে দলীয় ১৫০ পার হলেও শামির গতিময় ডেলিভারিতে স্টাম্প ভাঙে হ্যান্ডসকম্বের। ১৭০ রানে ব্যক্তিগত ১৭ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।

৪ উইকেট হারালেও গ্রিনকে নিয়ে দলকে ২০০'র ওপর নিয়ে নিয়ে যান খাওয়াজা। অপরপ্রান্তে থাকা গ্রিন সুযোগ বোঝে গ্যাপ বের করে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন নিয়মিত। দিনের শেষ ওভারে শামিকে বাউন্ডারি হাঁকিয়ে খাওয়াজা মাইলফলকে পৌঁছে দিনের খেলা শেষ করেন। ৬৪ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন গ্রিন। ২টি উইকেট নেন শামি, একটি করে নেন জাদেজা ও অশ্বিন।