মার্করামের ৪ রানের আক্ষেপ, বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন সাউথ আফ্রিকার ব্যাটাররা। বিশেষ করে এদিন সব আলো কেড়ে নিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি ও এইডেন মার্করাম। অবশ্য দিন শেষে দুজনকেই আক্ষেপে পুড়তে হয়েছে।
তাদের দুজনই অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার ডিন এলগার ও মার্করাম। এই দুজনে যোগ করেন ৭৬ রান।

এলগার ৫৪ বলে ৪২ রান করে আউট হয়েছেন। এরপর জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে মার্করাম যোগ করেন ১১৬ রান। এই জুটিতেই প্রথম দিনের ভাগ্য গড়ে দেন এই প্রোটিয়া দুই ব্যাটার। মার্করাম মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। । এরপর অধিনায়ক বাভুমা আউট হয়ে যান ২৮ রান করে।
সেঞ্চুরি পেতে পারতেন জর্জিও। তিনি কাঁটা পড়েন ১৫৫ বলে ৮৫ রান করে। এরপর ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন রায়ান রিকেলটন (২২), উইয়ান মুল্ডাররা (১২)। দিনের শেষ দিকে উইকেট হারিয়েছেন সাইমন হার্মারও।
অবশ্য প্রোটিয়াদের ভরসা হয়ে এখনও অপরাজিত আছেন হ্যানরিক ক্লাসেন। তিনি দিন শেষ করেছেন ১৭ রান নিয়ে। প্রথম দিন শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩১১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন গুড়াকেশ মোতি। ২টি উইকেট নিয়েছেন কাইল মেয়ার্স। একটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।
সংক্ষিপ্ত স্কোর-
সাউথ আফ্রিকা (প্রথম ইনিংস)- ৩১১/৭ (৮৯.২ ওভার) (এলগার ৪২, মার্করাম ৯৬, জর্জি ৮৫, বাভুমা ২৮; মোতি ৩/৭৫, মেয়ার্স ২/২৪)