promotional_ad

মন্থর উইকেটে রোমাঞ্চের খোঁজে ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ২০ ওভারের কোনো ম্যাচ খেলেনি ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ দিয়েই বিশ্বচ্যাম্পিয়নরা আবারও নিজেদের প্রিয় ফরম্যাটে ফিরতে যাচ্ছে। যদিও এই সিরিজে ইংলিশদের চিন্তার কারণ হতে পারে উইকেট।


চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫০ রানে হেরেছে ইংল্যান্ড। এই ম্যাচের উইকেটেই খেলা হবে প্রথম টি-টোয়েন্টি। যেখানে শেষ ওয়ানডেতে সাকিব একাই প্রায় ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইনআপ। সিরিজ শুরুর আগে উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ক্রিস ওকস।


promotional_ad

এই ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘উইকেট সম্ভবত মন্থরই হবে। আর খেলাও শুরু হবে একটু আগে। সে ক্ষেত্রে শিশির থাকবে না। স্পিনাররা এখানে সুবিধা পাবে। তবে পেসার হিসেবে আমাদের হয়তো বৈচিত্র্যে মন দিতে হবে। স্টাম্প বরাবর বল করতে হবে। গতির পরিবর্তন...স্লোয়ার, স্লোয়ার বাউন্সার—এসব কাজে লাগাতে হবে।’


লম্বা সময় পর টি-টোয়েন্টি সিরিজ খেলা নিয়ে দুশ্চিন্তা নেই ইংলিশদের মনে। একরকম রোমাঞ্চই পাচ্ছেন তারা। বিশেষ করে উপমহাদেশের উইকেট বরাবরই চ্যালেঞ্জিং ইংল্যান্ডের মতো দলগুলোর জন্য। কঠিন উইকেটে খেলেই বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে চান তারা। 


টাইগারদের সমীহ করে ওকস বলেন, ‘আমরা যে বিশ্ব চ্যাম্পিয়ন, এটা আরেকবার দেখানোর সুযোগ এটি। বিশ্বকাপের পর আমরা এখনো কোনো সিরিজ খেলিনি। এই ধরনের কন্ডিশনে আমাদের খেলতে হবে, এটার অন্য রকম রোমাঞ্চ আছে। ঘরের মাঠে বাংলাদেশও ভালো দল। রোমাঞ্চকর এক সিরিজই হবে।’


বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর বাংলাদেশ দলও এই প্রথম নামবে ২০ ওভারের ম্যাচে। চেনা কন্ডিশনে বাংলাদেশ যেকোনো দলকেই চমকে দিতে পারে। এর উদাহরণ আছে অনেক। তাই ওয়ানডে সিরিজের পরিসংখ্যান টেনে ওকস জানালেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছেন তারা।


তিনি বলেন, ‘ওরা ঘরের মাঠে খুবই ভালো দল। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। ওয়ানডেতে তো দেখলেন, বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জটা সব সময়ই কঠিন। আমরা ২-১–এ জিতেছি। টি-টোয়েন্টিতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball