promotional_ad

ওকসের ভাবনায় রনি-হৃদয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে আছেন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান ও তানভীর ইসলাম। এ ছাড়া ৮ বছর পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার, সঙ্গে ফিরেছেন শামীম পাটোয়ারিও। দলে ফেরা ব্যাটারদের নিয়ে বিশেষভাবে চিন্তিত ক্রিস ওকস। ইংলিশ এই পেস বোলিং অলরাউন্ডারের মতে, নতুন ক্রিকেটারদের দলে নিয়ে অন্যরকম কৌশলও অবলম্বন করতে পারে বাংলাদেশ।


গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করেছেন রনি। ১৩ ম্যাচে ৩৫ গড়ে তিন হাফ সেঞ্চুরিতে প্রায় ১৩০ স্ট্রাইক রেটে করেছিলেন ৪২৫ রান। একইসঙ্গে ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার।


promotional_ad

এ ছাড়াও সেই বিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সকে বিপিএল ফাইনালে নিতে বড় ভুমিকা ছিল তার। ১৩ ম্যাচে ১৪০ স্ট্রাইক রেটে ৫ হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৪০৩ রান। এই সুবাদে ডাক পেয়েছিলেন চলমান ওয়ানডে সিরিজেও। সুযোগ মিলেছে টি-টোয়েন্টি স্কোয়াডেও।


এদের নিয়েই চিন্তিত ওকস। ইংলিশ এই পেস বোলিং অলরাউন্ডারের মতে, নতুন যেকোনো ব্যাটারকে বোলিং করার চাইতে জানাশোনা কোনও ব্যাটারের বিপক্ষে বোলিং করা তুলনামূলক সহজ এবং ঝুকিমুক্ত।


ওকস বলেন, 'হ্যাঁ, আমিও তাই মনে করি। আপনি যদি এমন কারো বিপক্ষে খেলেন যাদের বিপক্ষে আগে আপনি খেলেননি, এমনকি আপনি খেলতেও দেখেননি এবং তারা ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও ভালো করছে, বিপিএলে ভালো খেলছে এবং তারা কিন্তু অনেক আত্মবিশ্বাস নিয়েই এসেছে। হ্যাঁ অবশ্যই, এমন কারো বিপক্ষে যদি আপনি খেলেন যাদের আগে দেখেননি.. এটা অনেক দলের কৌশলও হতে পারে।'


'বোলারের দিক বিবেচনায় আমি বলব, একজন ব্যাটারকে তারা অনেকবারই দেখে। আর যদি আপনি কাউকে আগে না দেখেন, তাহলে সে আপনার থেকে দূরেই থেকে যাবে। আপনি তার শক্তিমত্তা বুঝে ওঠার আগেই সে ২০-৩০ রান করে ফেলবে। এটা কৌশলগতও একটা বিষয় হতে পারে। হ্যাঁ অবশ্যই, আমরা যদি তাদের আগে থেকে না দেখি, তাহলে তাদের নিয়ে আমাদের ভাবতে হবে।'


টি-টোয়েন্টি সিরিজে ওপেনার হিসেবে সুযোগ পেতে পারেন রনি। অপরদিকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে তৌহিদ হৃদয় এবং ফিনিশার হিসেবে শামিম জায়গা পেতে পারেন। ৯ মার্চের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball