ভেবেছিলাম আরও ২-৩ বছর চেষ্টা করব: রনি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:55 বৃহস্পতিবার, 02 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম রনি তালুকদার। পারফর্ম করে নিয়মিত আলোচনায় থাকলেও লম্বা সময় ধরেই জাতীয় দলের দরজা বন্ধ ছিল ডানহাতি এই ব্যাটারের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে দারুণ পারফর্ম করে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা করে নিয়েছেন তিনি।

রনি বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৫ সালের জুলাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে। এরপর মাঝে পেরিয়ে গেছে ৮ বছর অবশেষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার দোরগোড়ায় এই টাইগার ব্যাটার। বয়স ৩২ হলেও বাংলাদেশ দলের হয়ে অবদান রাখতে এখনও তৈরি রনি। এখনই সুযোগ না পেলে আরও ২-৩ বছর অপেক্ষা করতেও রাজি ছিলেন তিনি।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'আমার বয়স এখন ৩২। আমি চেষ্টা করবো না কেন, আরও ২-৩ বছর চেষ্টা করব ভেবেছিলাম। আমার লক্ষ্য ছিল চেষ্টা করতে থাকব। এখন সুযোগ চলে এসেছে।'

বিপিএলের এবারের আসরে দারুণ ধারাবাহিক ছিলেন রনি। ১৩ ইনিংসে ব্যাট করে ৪২৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩০ প্রায় আর গড়টা ৩৫ এর একটু উপরে। রংপুরের প্লে অফের খেলার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রনির। ২০২২ বিপিএলে ৬ ইনিংসে মাত্র ১০৫ রান করেছিলেন তিনি। তবে এবার যেন নতুন রূপে দেখা গেল তাকে।

রনি জানিয়েছেন মনে গভীরে জাতীয় দলের স্বপ্ন লালিত ছিল সব সময়ই। তবে এর জন্য পারফর্ম করাটাও গুরুত্বপূর্ণ ছিল। টানা তিনটি বিপিএলে পারফর্ম করে অবশেষে আবারও জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার সুযোগ পাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। ধারাবাহিকভাবে ভালো করলে ফল আসবে সেটা বিশ্বাস ছিল রনির।

তিনি বলেন, 'এটা (বিশ্বাস) তো সব সময়ই ছিল। আমি আগেও বলেছিলাম আবারও জাতীয় দলে খেলতে চাই। আমি কি করলে সুযোগ পাব বা পাব না এটা তো পড়ের বিষয়। আমার ভালো খেলাটা খুব জরুরি ছিল। আমি যেখানেই খেলি আমার পরিকল্পনা একটাই, আমি যেন ভালো খেলতে পারি। ভালো খেললে একটা কিছু আসবে এটা সবাই জানে, আমিও জানি।'

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পেতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না রনির। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস বাদে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এর মধ্যে শান্ত টপ অর্ডারে যেকোনো জায়গাতেই ব্যাট করতে পারেন। প্রয়োজনে টপ অর্ডারে অন্য জায়গাতেও ব্যাট করতে পারেন রনি নিজেও। ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই আবার বাংলাদেশের জার্সি গায়ে দেখা যেতে পারে রনিকে।