ভারত- অস্ট্রেলিয়া সিরিজ

১০০ ভাগ ফিট থেকে খুব কম ম্যাচই খেলেছি: স্টার্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:39 সোমবার, 27 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অবশেষে ইনজুরি কাটিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে ফিরতে যাচ্ছেন মিচেল স্টার্ক। ইনজুরির কারণে এই সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি অস্ট্রেলিয়ান এই পেসার। ভারতের বিপক্ষে দুটো ম্যাচই হেরেছে অস্ট্রেলিয়া।

মাসখানেক আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়েন স্টার্ক। টেন্ডন ইনজুরির কারণে সেই সিরিজের তৃতীয় ম্যাচেও খেলা হয়নি অভিজ্ঞ এই পেসারের।

সাউথ আফ্রিকার বিপক্ষে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে (বক্সিং ডে) চলার সময় বাঁহাতের মাঝের আঙুল ইনজুরিগ্রস্ত হয় স্টার্কের। লং অন অঞ্চলে একটি ক্যাচ লুফে নেয়ার সময় আঙুলে ব্যথা পান এই পেসার। আঘাত পেয়ে তখনই মাঠ ছাড়েন তিনি।

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে এরপর আর বোলিং না করলেও দ্বিতীয় ইনিংসে আবারও বল হাতে তুলে নেন স্টার্ক। একটি উইকেটও নেন। ক্যারিয়ারের শুরু থেকেই এই ইনজুরিতে কমবেশি ভুগেছেন স্টার্ক।

তিনি বলেন, 'আমি ম্যাচ খেলার জন্য একদম ফিট। বল করতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। বোলিং রিদমও একদম ঠিক আছে। আমি আমার ক্যারিয়ারে ১০০ ভাগ ফিট থেকে খুব কম ম্যাচই খেলেছি। যদি শুধু শতভাগ ফিট থেকেই ম্যাচ খেলতাম, তাহলে সব মিলিয়ে পাঁচটি কিংবা দশটি ম্যাচ খেলতে পারতাম।'

স্টার্কের মতো একই টেস্টে ইনজুরিতে পড়েন ক্যামেরন গ্রিন। আঙুল ভেঙে যাওয়ায় সেই সিরিজ থেকে তো বটেই, ভারত সিরিজের প্রথম দুটি ম্যাচও মিস করেন গ্রিন। পহেলা মার্চ শুরু হতে যাওয়া ইন্দোর টেস্টে ফিরছেন তিনিও।

এদিকে এই ম্যাচে খেলা হচ্ছে না প্যাট কামিন্সের। অস্ট্রেলিয়ার অধিনায়কের মা অসুস্থ থাকার কারণে তিনি দেশে ফিরে গেছেন। অজি একাদশে তাই সহজেই জায়গা হবে স্টার্কের।

কামিন্সের ব্যাপারে স্টার্ক বলেন, 'আমরা সবার আগে কারো না কারো সন্তান, সঙ্গী, বাবা। এরপর আমরা ক্রিকেটার। সে (কামিন্স) আমাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছে। সে এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা দেখতে খারাপ লাগছে। সে ঠিকভাবে ঘরে ফিরতে পেরেছে, এটা দেখেই ভালো লাগছে।'