স্পেন-আইল অব ম্যান সিরিজ

১০ রানে অল আউট করে ২ বলেই ম্যাচ জয়ের রেকর্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:46 সোমবার, 27 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব ক্রিকেটে অপরিচিত নাম স্পেন ও আইল অব ম্যান। তারাই উদ্ভট সব রেকর্ডের জন্ম দিয়ে এবার সংবাদের শিরোনাম হয়েছে। আইল অব ম্যান কোনো দেশ না হলেও এটি যুক্তরাজ্যের স্বায়ত্বশাসিত অঞ্চল। আইরিশ সাগরে আয়ারল্যান্ড ও ব্রিটিশ দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি। অবস্থানের কারণে না হলেও তারা এবার সংবাদের শিরোনাম হয়েছে ক্রিকেটীয় কারণে।

তারা স্পেনের বিপক্ষে অল আউট হয়েছে মাত্র ১০ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন সংগ্রহ এটি। এর আগের রেকর্ডটি ছিল তুরষ্কের। তারা চেক রিপাবলিকের বিপক্ষে ২১ রানে অলআউট হয়েছিল। আইল অব ম্যানের ৭ ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি।

এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্পেন। ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আইল অব ম্যান। এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। শেষ পর্যন্ত তারা ৮.৪ ওভারে অল আউট হয়। সর্বোচ্চ ১২ বল খেলেন দলটির নয় নম্বর ব্যাটার ফ্লেজার ক্লার্ক। চার ব্যাটার রানের খাতা খুললেও দলের সংগ্রহ বাড়াতে পারেননি।

স্পেনের বোলাররাও আঁটসাঁট বোলিং করেছেন। তারা কেউই কোনো অতিরিক্ত রান দেননি। স্পেনের দুই বোলার মোহাম্মদ কামরান এবং আতিফ মেহমুদ চারটি করে উইকেট নেন। চার ওভারে চার রান দিয়ে চার উইকেট নেন কামরান। এর মধ্যে একটি ওভার ছিল মেডেন।

আতিফ চার ওভারে ছয় রান দিয়ে চার উইকেট নেন। তার ছিল দুটি মেডেন। আরেক বোলার লর্ন বার্নস মাত্র চারটি বল করেন। তিনি কোনো রান না দিলেও নেন দুটি উইকেট। জবাবে ১১৮ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্পেন। প্রথম বলটি হয়েছিল 'নো' সেই বলে রান না নিলেও তাদের স্কোরবোর্ডে যোগ হয় এক রান। পরের দুই বলে টানা দুই ছক্কায় জয়ের বন্দরে পৌঁছায় দলটি। স্পেনের ব্যাটার আওয়াইস আহমেদ একাই ১২ রানে অপরাজিত থাকেন।

আইল অব ম্যান বিপক্ষে স্পেনের ৫ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ৫-০ ব্যবধানে। ২০১৮ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার যোগ্যতা অর্জন করে আইল অব ম্যান। ২০২০ সালের ২১ আগস্ট তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় গার্নসির বিপক্ষে।

এই ম্যাচ দিয়ে আইল অব ম্যানের নাম লেখা হয়ে গেছে আরও বেশ কয়েকটি লজ্জার রেকর্ডেও। স্পেনের বিপক্ষে তাদের রান রেট ছিল মাত্র ১.১৫। পরিসংখ্যান অনুযায়ী, এই প্রথম কোনো টি-টোয়েন্টি ইনিংসে দুইয়ের নিচে রানরেট ছিল। আর স্পেন ম্যাচ জয়ের পর তাদের রান রেট ছিল ৩৯! সম্পূর্ণ হওয়া টি-টোয়েন্টি ম্যাচে এটিই যেকোনো দলের সর্বোচ্চ রান রেটের রেকর্ড।

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ছেলেদের ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের ঝুলিতে। তারা সর্বশেষ আসরে মাত্র ১৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। এবার ১০ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড থেকে তাদের মুক্তি দিলো আইল অব ম্যান।