নেপাল ক্রিকেট

নেপাল স্কোয়াডে জায়গা হলো না লামিচানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:08 রবিবার, 26 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দলে ফিরে সময়টা বেশ ভালোভাবেই কাটাচ্ছিলেন সন্দীপ লামিচানে। যদিও ভালো সময় স্থায়ী হলো না তার। সংযুক্ত আরব আমিরাত এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নেপাল দলে জায়গা হারিয়েছেন এই স্পিনার।

নিজের নামে ধর্ষণ মামলা আসার পর এই ফেব্রুয়ারিতেই ক্রিকেটে ফিরেন লামিচানে। ঘরের মাঠে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজে নেপাল দলে ফেরেন তিনি। দলে ফেরার পর পারফরম্যান্সও করেন আশানরুপ।

এই ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেন এই স্পিনার। যদিও লামিচানের ফিরে আসা মেনে নিতে পারেনি স্কটল্যান্ড এবং নামিবিয়ার ক্রিকেট বোর্ড। লামিচানেকে জাতীয় দলে নেয়ার গুঞ্জনের সময়ই প্রতিবাদ জানিয়েছিল এই দুই দেশের ক্রিকেট বোর্ড।

সেমময় স্কটিশদের পক্ষ থেকে বিবৃতে বলা হয়েছিল, ‘ক্রিকেট স্কটল্যান্ড আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ বাছাইপর্বের আগে নেপালের সন্দীপ লামিচানের আইনি অবস্থা সম্পর্কে অবগত।’

‘একটি নিয়ন্ত্রক সংস্থা ও স্কোয়াড হিসেবে ক্রিকেট স্কটল্যান্ড দৃঢ়ভাবে সবসময় সমস্ত অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আধুনিক সমাজে এসবের স্থান নেই। খেলাতে কারা খেলবে এটা আসলে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আইসিসির বিবেচনার বিষয়।’

তাদের সঙ্গে প্রতিবাদ করে নামিবিয়া বোর্ড থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ‘ক্রিকেট নামিবিয়া সব ধরনের লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বৈষম্য এবং অপব্যবহারের তীব্র বিরোধিতা করে।’

গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগী অভিযোগ করেন, ভক্ত হিসেবে দেখা করতে যাওয়ার পর কৌশলে সময়ক্ষেপণ করে একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন সেই সময়ের নেপাল অধিনায়ক। এরপর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর লামিচানেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

এর কয়েক দিন পরই তাকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। এরপর মামলার রায় না হওয়া পর্যন্ত তাঁকে দেশটির কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দেয় আদালত। কিন্তু কিছুদিন আগে ২০ লাখ নেপালি রুপি জরিমানার বিনিময়ে জামিনে মুক্তি পান এই ক্রিকেটার। তার ওপর থেকে ক্রিকেটীয় নিষেধাজ্ঞাও তুলে নেয় এনসিএ। সুযোগ আসে জাতীয় দলে খেলার।

নিষেধাজ্ঞা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেলেন লামিচানে। সেই ম্যাচে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচ শেষে প্রতিবাদস্বরূপ লামিচানের সঙ্গে হাত মেলায়নি স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

২৭ ফেব্রুয়ারি দুবাইতে শুরু হবে নেপাল, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সিরিজটি।

নেপাল স্কোয়াড- রোহিত পোডেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, গায়েন্দ্র মাল্য, আসিফ শেখ (উইকেটরক্ষক), সম্পাল কামি, কারান কেসি, কুশল ভুরতেল, ললিত রাজবংশি, ভিম সার্কি, সন্দীপ জোরা, কুশল মাল্য, শ্যাম ধাকাল, গুলশান ঝা, আরিফ শেখ, প্রাতিস জিসি।