promotional_ad

‘ফলোয়ার বাড়াতে কোহলিদের সমালোচনা করে পাকিস্তানিরা’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিরাট কোহলি নাকি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি নাকি জসপ্রিত বুমরাহ! কে এগিয়ে? এগুলোই যেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের প্রতিদিনের আলোচনার খোরাক। সময় পেলেই নিজেদের ইউটিউব চ্যানেলে এসব নিয়ে মেতে থাকেন পাকিস্তানিরা। এবার তাদের ধুয়ে দিলেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক এই ব্যাটার মনে করেন, ফলোয়ার বাড়াতে কোহলিদের সমালোচনা করেন তারা।


বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। পুরোনোদের বেশিরভাগ রেকর্ডই নিজের দখলে নিচ্ছেন তিন সংস্করণে ৭৪ সেঞ্চুরি করা এই ব্যাটার। এদিকে কোহলির অনেক রেকর্ড ভেঙে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। আর বাবর পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটার হওয়ার পথে বেশ ভালোভাবেই টিকে রয়েছেন।


দুই দেশের বৈঢ়িতার কারণে তাই প্রতিপক্ষকে সেরা মানতে নারাজ পাকিস্তানের সাবেকরা। নিজেদের বেশিরভাগ আলোচনাতেই কোহলির চেয়ে এগিয়ে রাখেন তারা। এদিকে ক্রমশই সময়ের অন্যতম সেরা হয়ে উঠছেন শাহীন আফ্রিদি। সবশেষ কবছরের পারফরম্যান্সে বুমরাহর চেয়ে শাহীনকে এগিয়ে রাখছেন পাকিস্তানিরা।


promotional_ad

এ বছরের শুরুতে আব্দুর রাজ্জাক তো সরাসরিই বলে দিয়েছেন, ‘শাহীন আফ্রিদি জসপ্রীত বুমরাহর চেয়ে অনেক ভালো। বুমরাহ আফ্রিদির ধারেকাছের মানেরও নয়।’ কারও নাম উল্লেখ না করলেও মিড ডে পত্রিকার কলামে লিখতে গিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনা করেছেন গাভাস্কার।


তিনি বলেন, ‘এটা এখন প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে যে সীমান্তের ওপারের কোনো সাবেক খেলোয়াড় ভারতের কোনো ক্রিকেটারকে ???েছে নিয়ে বলবেন যে পাকিস্তানিরা তার চেয়ে ভালো। তারা জানে, ভারতের সমর্থকেরা তাদের মন্তব্যে দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। তারা সেটা করেও, পছন্দের খেলোয়াড়ের পক্ষ নেয়। আর এটা (সামাজিক যোগাযোগমাধ্যমে) সীমান্তের ওপারের সাবেক খেলোয়াড়দের ফলোয়ার বাড়ায়।’


‘ভারতের খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফলোয়ার সংখ্যা বাড়ানোর এ কৌশল তারা ব্যবহার করে। কিন্তু কেউ এগুলো পাত্তা দেয় না। আমার চেনাজানা কোনো ভারতীয় সীমান্তের ওপারের খেলোয়াড়দের নিয়ে কিছু বলে না। এটা আমাদের ধাতে নেই।’


পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের এমন খবর ফলাও করে প্রচার করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। বিশেষ করে ভারতের অনলাইন মাধ্যমগুলোকে এসব নিয়ে সোচ্চার। এমনটা দেখাকে দুঃখজনক বলছেন গাভাস্কার। এসব বন্ধ করতে পাকিস্তানিদের এমন খবর এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গাভাস্কার মনে করেন, পাকিস্তানিরা নিজেদের ক্রিকেটারদের নিচু করলে সেটার খবরও ছাপাবে ভারতীয় অনলাইন সংবাদমাধ্যমগুলো।


গাভাস্কার বলেন, ‘সীমান্তের ওপারের এই ক্রিকেট-দর্শন ভারতের অনলাইন সংবাদমাধ্যমে দেখাটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। সীমান্তের ওপারের লোকেরা কী বলছে, তা যদি আমাদের অনলাইন সংবাদমাধ্যম এড়িয়ে যায়, তাহলে এমনিতেই এসব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের সংবাদমাধ্যমে নিজেদের খেলোয়াড়দের নিচু করলেও খবর ছাপবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball