জিম্বাবুয়ে- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বৃষ্টিবিঘ্নিত দিনে লিড বাড়াল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:58 মঙ্গলবার, 14 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টির কারণে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৫০ ওভারেরও কম। আর তাতেই নিজেদের লিড আরও শক্ত অবস্থানে নিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন জিম্বাবুয়ের করা ১১৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৯০ রান করেছে সফরকারীরা। আর তাতে ১৭৫ রানের লিডে আছে ক্যারিবিয়ানরা।

চার উইকেটে ১৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বারবার বৃষ্টি বাঁধা দেয়া এই দিনে শুরুটা ভালো করেন কাইল মায়ার্স এবং রস্টন চেজ। তাদের দুজনের ৬০ রানের জুটি ভাঙেন ব্রেন্ডন মাভুতা।

৫৪ বলে তিনটি চারে ৩০ রান করা কাইল মায়ার্সকে বিদায় করেন তিনি। তারপর ৮৫ রানের জুটি গড়েন চেজ এবং জশুয়া ডি সিলভা। ১৩২ বলে চারটি চার ও একটি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৭০ রান করে ভিক্টর এনাউচির বলে বোল্ড হন তিনি।

নিজের পরের ওভারে উইকেটরক্ষক ডি সিলভাকেও বোল্ড করেন এনাউচি। ১১১ বলে পাঁচটি চারে ৪৪ রান করে জিম্বাবুয়ে বোলারদের জন্য ক্রমশ বিপদজনক হয়ে উঠছিলেন ডি সিলভা। তার এক বল পর আলজারি জোসেফকেও বিদায় করেন এনাউচি।

জেসন হোল্ডার ৩ এবং প্রথম ইনিংসে সাত উইকেট নিয়ে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দেয়া গুড়াকেশ মতি ১১ রান করে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের হয়ে ৫৬ রান খরচায় তিন উইকেট নেন এনাউচি। ৭৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন মাভুতা।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ১১৫/১০ (৪০.৫ ওভার) (কাইয়া ৩৮, তিরিপানো ২৩*; গুড়াকেশ ৭/৩৭)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ২৯০/৮ (৯০.৪ ওভার) (চেজ ৭০, রেইফার ৫৩, ডি সিলভা ৪৪; এনাউচি ৩/৫৬, মাভুতা ৩/৭৩)।