বিপিএল

রংপুরে গুরবাজের সঙ্গী ইংল্যান্ডের ক্যাডমোর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:27 মঙ্গলবার, 07 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় ঘনিয়ে আসায় শোয়েব মালিক-মোহাম্মদ রিজওয়ানদের দেশে ফেরার তাড়া দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ না খেলেই পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে তাদের। পাকিস্তানি তারকাদের অভাব পূরণে বিদেশি ক্রিকেটার আনতে উঠে পড়ে লেগেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। 

শুরুর দিকে না আসলেও এবার বিপিএল মাতাতে আসছেন রহমানুল্লাহ গুরবাজ ও টম কোহলার ক্যাডমোর। আফগানিস্তান ও ইংল্যান্ডের এই দুই ক্রিকেটারকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বিপিএলের বাকি ম্যাচগুলোতে রংপুরের জার্সিতে দেখা যাবে এই দুই ক্রিকেটার। 

বিপিএলের এবারের আসরে রংপুরের হয়ে খেলেছেন পাকিস্তানের মালিক, রউফ ও সায়েম আইয়ুব। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনাপত্তি পত্র থাকায়  চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন তারা। তাদের বদলি হিসেবে যোগ দেবেন গুরবাজ ও ক্যাডমোর। 

জাতীয় দলের পাশপাশি নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে গুরবাজের। আইপিএল, পিএসএল, সিপিএল ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলে থাকেন আফগানিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। বিপিএলের এবারের আসরে যদিও ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিল গুরবাজের।

তার সঙ্গে বরিশাল চুক্তি বাতিল করায় গুরবাজকে দলে নেয় রংপুর। এদিকে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে না খেললেও ফ্র্যাঞ্চােইজি ক্রিকেটে বেশ জনপ্রিয় মুখ ক্যাডমোর। মারকুটে ব্যাটিংয়ে মাতিয়েছেন টি-টেন, ইন্টারন্যাশনাল লিগ টোয়েন্টি (আইএলটি-২০), দ্য হান্ড্রেড, এলপিএল ও পিএসএলের মতো টুর্নামেন্ট।

খেলেছেন পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স, জাফনা কিংস, পুনে ডেভিলস, শারজাহ ওয়ারিয়র্স, নর্দান সুপারচার্জাস এবং ট্রেন্ট রকেটসের মতো দলে। নিজেদের ব্যাটিংয়ের শক্তি বাড়াতে মূলত গুরবাজের সঙ্গে তার উপর আস্থা রাখছে রংপুর ম্যানেজমেন্ট। 

গুরবাজ ও ক্যডমোরের আগে দাসুন শানাকার সঙ্গে চুক্তি করেছে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা। খুলনা টাইগার্সের হয়ে খেলার কথা থাকলেও প্লে অফে যাওয়ার সুযোগ না থাকায় শ্রীলঙ্কার অধিনায়ককে ছেড়ে দিয়েছে তারা। সুযোগ লুফে নিয়ে শানাকাকে দলে নেয় রংপুর।