বিপিএল ২০২৩

জয়রথ থামছেই না কুমিল্লার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:05 মঙ্গলবার, 07 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ফরচুন বরিশাল- ১২১ অল আউট (১৯.১ ওভার) (মাহমুদউল্লাহ ৩৬, করিম ৩২) (মুকিদুল ৫/২৩)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ১২২/৫ (১৮.৩ ওভার) (লিটন ৩৬, রাসেল ৩০*) (ইবাদত ২/১৮)

জয়রথ থামছেই না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আগেই প্লে-অফ নিশ্চিত করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা ফরচুন বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে। টানা ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থাকার দৌড়ে এখন এগিয়ে ইমরুল কায়েসের দল।

জয়ের জন্য কুমিল্লাকে ১২২ রানের লক্ষ্য দেয় বরিশাল। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্করবোর্ডে ১৬ রান তুলতেই মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে বসে কুমিল্লা। ৬ বলে ১১ রান করে এই পাকিস্তানি বিদায় নিলে হাল ধরেন লিটন দাস ও জাকের আলী।

দুজন মিলে দলের পাওয়ার প্লে শেষ করেন। তবে ৬ অভার পরই ধাক্কা খায় কুমিল্লা। দলীয় ৪১ রানে সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন জাকের। তিনি ১০ রানে ফেরার খানিক পরই বিদায় নেন অধিনায়ক ইমরুল কায়েস। পরের ওভারেই এক রানে আউট হন মোসাদ্দেকও।

দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। দলকে চাপমুক্ত করতে গিয়ে ভুল শটে উইকেট ছুঁড়ে দেন লিটনও। ৩৯ বলে ৩৬ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন এই ওপেনার। ৭৪ রানে ৫ উইকেট হারালেও খুশদিল শাহ ও আন্দ্রে রাসেল মিলে দলকে ১০০'র ওপর নিয়ে যান।

১৮তম ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বল ডট দিলেও তৃতীয় বলে ছক্কা খেয়ে বসেন সাকিব। পরের বলে সাকিবকে আরও একটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান রাসেল। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ১২ বলে কুমিল্লার জয়ের ব্যবধান ৬ রানে নিয়ে আসেন খুশদিল। 

১৯তম ওভারের তৃতীয় বলে মুস্তাফিজকে ছক্কা হাঁকিয়ে কুমিল্লার টানা অষ্টম জয় নিশ্চিত করেন রাসেল। অপরাজিত থাকেন ১৬ বলে ৩০ রানে। খুশদিল করেন ১৯ বলে ২৩ রান। এবাদত নেন ১৮ রানে ২ উইকেট।  

বরিশাল ইনিংস-

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই দুই ওপেনার এনামুল হক বিজয় ও ফজলে রাব্বিকে হারিয়ে বসে সাকিববাহিনী। তবে দলের বিপদে হাল ধরার চেষ্টা করেন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও সাকিব। 

কিন্তু তাদের এই চেষ্টায় বাঁধা হয়ে দাঁড়ান মুকিদুল ইসলাম। দারুন এক স্লোয়ারে ইনসাইড এজে সাকিবকে বোল্ড করেন এই পেসার। এরপর ৫৩ রানে ইফতিখারকে লেগ বিফরের ফাঁদে ফেলেন আন্দ্রে রাসেল। এর এক রান পর মুকিদুলের ওভারে ইনসাইড এজে বোল্ড হন মাহমুদউল্লাহ।

২৬ বলে ৩৬ রানে আউট হন মাহমুদউল্লাহ। ৫ ব্যাটার বিদায় নিলেও দলের বিপদে হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও করিম জানাত। দুজন মিলে দলকে নিয়ে যান ১০০'র ওপর। তবে তাদের ৪৭ রানের জুটি ভাঙেন মুস্তাফিজ। ১৭ রানে ফেরেন মিরাজ।

এরপর বোলিংয়ে এসে করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিমকে আউট করেন মুকিদুল। ১৯তম ওভারে খালেদ রান আউট হলে ১২০'র আগেই অল আউটের শঙ্কা জাগে বরিশালের। শেষ ওভারে এসে প্রথম বলেই চতুরাঙ্গা ডি সিলভাকে আউট করে নিজের পঞ্চম উইকেট তুলে নেয়ার সঙ্গে ১২১ রানে বরিশালকে থামিয়ে দেন এই পেসার। ২৩ রানে ৫ উইকেট নেন মুকিদুল।