বাংলাদেশ ক্রিকেট

হাথুরুসিংহের সহকারী নয়, কোচিং প্যানেলে থাকবেন দেশিরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:40 মঙ্গলবার, 07 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

চন্ডিকা হাথুরুসিংহকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার দিন নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচও নিয়ে আসা হবে। সবশেষ কদিনে বাংলাদেশের ক্রিকেটে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে জাতীয় দলের সহকারী কোচ। গুঞ্জন ছিল হাথুরুসিংহের সহকারী হিসেবে দেশি কোচদের সুযোগ দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন আলোচনায় উঠে এসেছিল মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলামদের নাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ সালাহউদ্দিন অবশ্য আগ্রহ দেখাননি। আর রংপুর রাইডার্সের দায়িত্বে থাকা সোহেল বল ঠেলে দিয়েছেন বিসিবির কোটে। চারিদিকে যখন এমন ‍গুঞ্জন তখন সহকারী দেশি কোচের গুঞ্জন উড়িয়ে করে দিলেন পাপন। বোর্ড সভাপতি নিশ্চিত করেছেন দেশি নয় বরং সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকে খুঁজছেন তারা।

আইসিসির চলমান চক্রে ব্যস্ত সূচিতে বাংলাদেশ। আগের তুলনায় ম্যাচের সংখ্যা বাড়ায় পুরো বছর দলের সঙ্গে থাকা কঠিন হতে পারে প্রধান কোচের জন্য। চিন্তা-ভাবনা, পরিকল্পনা, কোচদের ছুটির সমন্বয় রাখতে বিদেশি সহকারী কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছে বিসিবি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেটা নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আসলে আমরা এখন পর্যন্ত যেটা করেছি, সেটা হচ্ছে- আমরা আপাতত খুঁজছি একজন বিদেশি কোচ সহকারী হিসেবে বা ওই ধরনের কিছু একটা। এটার পেছনে কারণ হচ্ছে যেটা আপনাদের আগে অনেকবার বলেছি যে, যে পরিমাণ খেলা একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরেকজন যদি থাকে, তাহলে হবে কী, যে হেড কোচ তার সঙ্গে আরেকজন থাকলে চিন্তা-ভাবনা, পরিকল্পনা, এসবকিছু একটা মিল থাকবে।’

‘আমরা চাই না একেকজন...। কারণ কন্টিনিউয়াস খেলা, এমন না যে মাঝখানে বিরতি আছে ওদের আবার আরেকভাবে তৈরি করা হবে। এজন্য একটা সমন্বয় রাখার জন্য আমরা এটা চিন্তা করেছি, একটা বিদেশি কোচ খুঁজছি। এটা নিয়েই আমরা কথা বলছি। আশা করছি সিরিজের আগেই একটা সিদ্ধান্তে আসতে পারবো।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম। ভারতীয় এই কোচের পারফরম্যান্সে বেশ খুশি বিসিবি। কদিন আগে গুঞ্জন উঠেছিল, টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেয়া হবে শ্রীরামকে। যদিও শেষ পর্যন্ত হাথুরুসিংহকে তিন সংস্করণেরই দায়িত্ব দেয়া হয়। তাতে করে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেয়ার সুযোগ নেই শ্রীরামের।

২০ ওভারের ক্রিকেটে এককভাবে কোচের দায়িত্ব না দিলেও তাকে হাথুরুসিংহের সহকারী করার কথা ভাবছে বাংলাদেশ। যদিও এখনও সব চূড়ান্ত নয়। তবে বিদেশি হিসেবে সহকারী কোচ হওয়ার দৌড়ে যে শ্রীরাম রয়েছেন তা নিশ্চিত করেছেন পাপন। বোর্ড সভাপতি বলেন, ‘(শ্রীধরন শ্রীরাম) আমাদের তালিকায় আছে।’

এদিকে সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকে নেয়া হলেও কোচিং প্যানেলে দেশিদের যুক্ত করার কথা ভাবছে বিসিবি। ভারত, সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো বেশ কয়েকটি দেশ স্থানীয় কোচে নির্ভরশীল হলেও সেই পথে হাঁটতে পারেনি বাংলাদেশ। বিসিবি কর্তাদের দাবি দেশি কোচরা এখনও জাতীয় দলের দায়িত্ব নেবার মতো যোগ্যতা সম্পন্ন নন। তবে দেশি কোচদের তৈরি করতে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত করার কথা ভাবছে বিসিবি।

লম্বা সময় ধরে জাতীয় দলের আশেপাশে কাজ করায় আফতাব আহমেদ, সোহেল কিংবা মিজানুর রহমান বাবুলরা যুক্ত হতে পারেন সেই প্যানেলে। যদিও বিসিবি বস কারও নাম উল্লেখ করেননি। তবে সালাহউদ্দিন আগ্রহ না দেখানোয় তাদের বাইরে তেমন দেশি কেউ নেই যারা কিনা জাতীয় দলের কোচিং প্যানেলে আসতে পারেন।

দেশি কোচ নিয়োগ দেয়া ইস্যুতে পাপন বলেন, ‘আমাদের আরেকটা পরিকল্পনা হচ্ছে যে দেশীয় কিছু কোচকে আমরা অ্যাপ্রোচ করবো, যদি তারা আগ্রহী থাকে, তাহলে আমাদের যদি কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত হয়। তাহলে সামনে কয়েক বছর পর এরাও দায়িত্ব নিতে হবে।’