নারী আইপিএল

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:27 মঙ্গলবার, 07 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

নারী আইপিএলের প্রথম আসর শুরু হচ্ছে ৪ মার্চ থেকে। এর আগে ১৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বসবে নারী আইপিএলের মেগা নিলাম। নিলামে নাম জমা দিয়েছিলেন মোট ১ হাজার ৫২৫ ক্রিকেটার। যদিও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মাত্র ৪০৯ জন ক্রিকেটারকে।

এর মধ্যে ২৪৬ জন ভারতীয় ও ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছে। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। পেস বোলারদের প্রথম সেটে জায়গা করে নিয়েছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম।

অলরাউন্ডারদের দ্বিতীয় সেটে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সালমা খাতুনকে। এ ছাড়াও স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মনি ও সোবহানা মুস্তারি রয়েছেন নারী আইপিএলের নিলামের তালিকায়।

সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন ২৪ জন ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি করে। এর মধ্যে রয়েছেন হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা ও শেফালি ভার্মার মতো ক্রিকেটাররা।

প্রতিটি দল ১৫ থেকে ১৮ জন ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ জন নারী আইপিএলে দল খুঁজে পেতে পারেন। ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল ৩ টায় বসবে নারী আইপিএলের নিলাম।