পাকিস্তান ক্রিকেট

নির্বাচক ও কোচের দায়িত্ব নিতে ক্রিকেট ছাড়লেন আকমল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:34 মঙ্গলবার, 07 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেলে জায়গা পেয়েছেন কামরান আকমল। দায়িত্ব পেয়েছেন পেশোয়ার জালমির ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে। এসব দায়িত্ব নিতে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এই উইকেটকিপার ব্যাটার।

সবশেষ নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন শহিদ আফ্রিদি। সিরিজ শেষ হওয়াার পর নতুন প্রধান নির্বাচক হিসেবে হারুন রশিদকে নিয়োগ দেয় পিসিবি। যেখানে তার সঙ্গে নির্বাচক প্যানেলে রয়েছেন মোহাম্মদ সামি, আকমল এবং ইয়াসির হামিদ।

জাতীয় দল ছাড়াও ‍যুব দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আকমল। এ ছাড়া আঞ্চলিক ও জেলা দলগুলোরও দেখভাল করবেন তিনি। এ ছাড়া পিএসএলের এবারের আসরে দেখা যাবে বাবর আজমদের ব্যাটিং কোচ হিসেব।

এসব দায়িত্ব নিতেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বলে জানান ৪১ বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটার। এ প্রসঙ্গে আকমল বলেন, ‘নির্বাচক ও কোচ হিসেবে আমার নতুন দায়িত্বের কারণে আমি আর ক্রিকেট খেলতে পারব না।’

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন আকমল। দেশের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৬ হাজারের বেশি রান। খেলোয়াড়ি জীবনে ব্যাটার হিসেবে পরীক্ষিত হলেও উইকেটরক্ষক হিসেবে অনেক সময় সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।

২০১৭ সালে জাতীয় দলে সর্বশেষ খেললেও ২০২২ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন আকমল। পিএসএলে বরাবরই তারকা ছিলেন এই উইকেটকিপার ব্যাটার। ৭৪ ইনিংসে টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৯৭২ রান করেছেন আকমল। পিএসএলে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার।