ভারত- অস্ট্রেলিয়া সিরিজ

নাগপুর টেস্টেও খেলা হচ্ছে না গ্রিনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:21 মঙ্গলবার, 07 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলা হচ্ছে না ক্যামেরন গ্রিনের। ভাঙা আঙুল এখনও সেরে ওঠেনি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অবশ্য গ্রিনের ইনজুরির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে গ্রিনের সতীর্থ স্টিভ স্মিথ জানিয়েছেন, গ্রিনের ইনজুরি এখনও খারাপ পর্যায়েই আছে। তাই বক্সিং ডে টেস্ট ম্যাচে পাওয়া ইনজুরির মাশুল আরও কিছু সময় ধরে দিতে হচ্ছে উদীয়মান এই অলরাউন্ডারকে।

স্মিথ বলেন, 'আমি মনে করি না (সে খেলবে)। আমার মনে হয় না সে ফাস্ট বোলারদের এখনও মোকাবেলা করেছে। তাই সে যে খেলবে, এটা বলার দুঃসাহস করছি না। তবে কে জানে! আমি পুরোপুরি নিশ্চিত নই। আমরা অপেক্ষা করব এবং দেখব। তবে আমার মনে হয় না সে খেলবে।'

এই ইনজুরির কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টও খেলেননি গ্রিন। এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টে (বক্সিং ডে) ব্যাটিংয়ের সময় অ্যানরিখ নরকিয়ার একটি ডেলিভারি গ্রিনের আঙুলে এসে লাগে। তারপরই রিটায়ার্ড হার্ট হন তিনি।

পরে এক্সরে রিপোর্টে দেখা যায়, ডান হাতের তর্জনীতে ফাটল ধরেছে গ্রিনের। যদিও সেই ফাটলকে তখন খুব বেশি গুরুতর মনে হয়নি। তবে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট এ নিয়ে কোনও প্রকার ঝুঁকি নেয়নি।

গ্রিন না থাকায় ছয় নম্বরে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেন ম্যাট রেনশ অথবা পিটার হ্যান্ডসকম্ব। এই ব্যাপারেও এখনও কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ৯ ফেব্রুয়ারি শুরু হবে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট। ভেন্যু নাগপুর।