বিপিএল

রংপুরে আসছেন শানাকা, বরিশালে খেলবেন টপলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:28 মঙ্গলবার, 07 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাউন্ড রবিন লিগের খেলা প্রায় শেষ দিকে। ইতোমধ্যেই প্লে অফের লাইনআপও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তবে নকআউটে নামার আগে আরও একবার নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। আসরের মাঝপথে এবার দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স, এ তথ্য ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

অবশ্য ড্রাফট থেকে শানাকাকে দলে ভীড়িয়েছিল খুলনা টাইগার্স। তাদের হয়েই এবারের আসরে খেলার কথা ছিল এই লঙ্কান অলরাউন্ডারের। কিন্তু তারা মাঝপথে এসে শানাকাকে ছেড়ে দিয়েছে। সেই সুযোগে এবার তাকে লুফে নিয়েছে রংপুর। 

এই লঙ্কান অলরাউন্ডার গত কয়েকদিন ধরেই ব্যাস্ত সময় পার করেছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ফ্র্যাঞ্চাইজি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। আসরের শুরু দিকে তিনি অফফর্মে থাকলেও শেষ দিকে এসে ব্যাট হাতে রান পেয়েছেন। 

আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে করেছিলেন ১১ রান। আর বল হাতে ১৯ রান খরচ করে উইকেট শুন্য ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে আসরে নিজের শেষটা রাঙিয়েছেন তিনি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে।

সবমিলিয়ে আসরে ৯ ম্যাচ খেলেছেন শানাকা। সেখানে ৭ ইনিংসে প্রায় ২১ গড়ে ১৪৮ রান করেছেন তিনি। আর দুই ইনিংসে বোলিং করলেও কোনো উইকেটের দেখা পাননি এই পেস বোলিং অলরাউন্ডার। তার সাম্প্রতিক ফর্ম আপ টু দ্য মার্ক না হলেও তার ওপর ভরসা রাখছে রংপুর টিম ম্যানেজমেন্ট।

এদিকে ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে রিস টপলিকে। এই ইংলিশ পেসার সম্প্রতি খেলেছেন এসএটোয়েন্টিতে। অবশ্য সাউথ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ডারবানস সুপার জায়ান্টসের হয়ে ৩ ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার।