বাংলাদেশ ক্রিকেট

মার্চে বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্র

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 23:21 সোমবার, 06 ফেব্রুয়ারি, 2023

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সাত বছরের অপেক্ষা পেরিয়ে কদিন পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। সাকিব আল হাসানরা যখন জস বাটলাদের বিপক্ষে খেলায় ব্যস্ত থাকবেন তখন মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ ‘এ’ দলও। সেসময় ১০ দিনের সফরে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্র।

তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবেন আলী খানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ড ব্যস্ত থাকায় সিরিজটি হবে সিলেটে।

আগামী ২ মার্চ সিলেটে পা রাখার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। সিরিজের সবগুলো ম্যাচ হতে পারে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে। সেসময় ইংলিশদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ইচ্ছে পোষণ করলেও আপাতত যুক্তরাষ্ট্রকে আতিথেয়তা দিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেটকে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিপাক্ষিক সিরিজটিতে সুযোগ দেয়া হবে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলা টাইগার্স ক্যাম্পে থাকা ক্রিকেটারদের। যেখানে স্কোয়াডে জায়গা পেতে পারেন এইচপিরই ৭ ক্রিকেটার।

এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় পর্ব। ২ মার্চ সিলেটে হবে এবারের শিরোপা নির্বারিত ম্যাচ। এরপরই এই ভেন্যুতে হবে বাংলাদেশ ‘এ’ দল ও যুক্তরাষ্ট্রের মাঠের লড়াই।

সম্প্রতি সিলেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ না হওয়া নিয়ে আক্ষেপ করেছিলেন সিলেটের ক্রিকেট সংগঠক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। ইংল্যান্ড সিরিজের ম্যাচ আয়োজনের সুযোগ না পেয়ে আক্ষেপ করে তিনি বলেছিলেন, ‘এখন হয়তো আমাদের সেভেন স্টার খুঁজতে হবে। ফাইভ স্টার তো হয়ে গেছে।’

সর্বশেষ ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর প্রায় বছর তিনেক পেরিয়ে গেলেও সিলেটের দর্শকরা দেখেননি ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ। মাঝে নারী এশিয়া কাপের পর কদিন আগে হয়েছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব।

বাংলাদেশের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। যা হওয়ার কথা ছিল সিলেটে। তবে কদিন আগে প্রস্তুতি ম্যাচ না খেলার কথা জানিয়েছে বাটলারদের বোর্ড। যদিও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না পারার আক্ষেপ ঘুচতে যাচ্ছে সিলেটের। চায়ের শহরে আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবেন তামিম ইকবালের দল।