promotional_ad

সিরিজ জিততে হলে রোহিত-গিলকে ওপেনিংয়ে পাঠাও: হরভজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বুধবার নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। আসন্ন এই সিরিজে জিততে দুই দলই আটঘাট বেধে মাঠে নামছে। অজিদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিততে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলকেই ওপেনিংয়ে নামার পরামর্শ দিয়েছেন হরভজন সিং।


অজিদের বিপক্ষে লড়াইয়ের সঙ্গে অন্য আরেক চ্যালেঞ্জও মাথায় রাখতে হচ্ছে ভারতের। সফরকারীদের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারলেই কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে ভারত। এই কঠিন লড়াইয়ের আগে তাই রোহিতের দলকে উজ্জীবিত করতে পরামর্শ দিয়েছেন হরভজন।


promotional_ad

তিনি বলেন, 'ওপেনিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওপেনাররাই যেকোনো সিরিজের ছন্দ বেধে দেয়। আমার মনে হয় রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং করা উচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে।'


গিলের প্রশংসার সঙ্গে লোকেশ রাহুলকে নিয়ে নিজের হতাশার কথাও জানিয়েছেন হরভজন। তিনি বলেন, 'গিল যে ফর্মে রয়েছে সেটা দুর্দান্ত। লোকেশ রাহুলও বড় মাপের খেলোয়াড়। এই মুহূর্তে তার পরিসংখ্যান আমাকে টানছে না। গিল যেখানে তার সেরা ফর্মে রয়েছে, গত কয়েক মাসে সে অনেক রেকর্ড ভেঙেছে।'


২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল গিলের। সেই সময় জায়গাটা নড়বড়ে হলেও বর্তমানে তিন ফরম্যাটেই ভারতের অন্যতম সেরা ভরসা হয়ে উঠেছেন এই টপ অর্ডার ব্যাটার। হরভজন মনে করেন গিল যদি নিজের ফর্ম ও আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজে খেলতে পারে তাহলে অনেক রান করবেন তিনি।


গিলকে নিয়ে আশাবাদী হরভজন বলেছেন, 'যদি টিম ইন্ডিয়া এই সিরিজটি জিততে চায় তাহলে রোহিতের সঙ্গে গিলকে ওপেনিং করতে হবে। অনেক রান ক্রয়ার পর সে (গিল) একাদশে জায়গা পাওয়া তার প্রাপ্য, শুধু এক ম্যাচের জন্য নয়। আমার মনে হয় এই সিরিজে গিলকে নিয়ে স্থির থাকা উচিত ভারতের। সে যদি নিজের ফর্ম ও আত্মবিশ্বাস ধরে রেখে খেলতে পারে অনেক রান করবে ভারতের জন্য। তাই আমি চাই সে খেলার সুযোগ পাঁক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball