অস্ট্রেলিয়া

'উইকেট বুঝতে না পারলে সমালোচনা করা অজিদের অভ্যাস'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:32 সোমবার, 06 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

দিন কয়েক আগেই ভারতের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন ইয়ান হিলি। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া জবাব দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই বিতর্কে এবার যোগ দিলেন সালমান বাট। পাকিস্তানের এই ক্রিকেটারের মতে, উইকেট না বুঝতে পারলেই সেটা নিয়ে খারাপ মন্তব্য করে অজিরা। 

বাটের মতে, উইকেটের ক্ষেত্রে ভালো বা বাজে ধারণাটাই সঠিক নয়। উপমহাদেশের দলগুলো যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সফরে যায় , তখন তারাও নিজেদের পছন্দমতো উইকেট বানায়। সেখানে বাউন্সি আর পেস বান্ধব উইকেটে উপমহাদেশের ব্যাটারদের মানিয়ে নিতে বেগ পেতে হয়। 

পাকিস্তানের এই ক্রিকেটার বলেন, 'উইকেট বুঝতে না পারলে বাজে বলাটা ওদের অভ্যাস হয়ে গেছে। উপমহাদেশের দলগুলো যখন অস্ট্রেলিয়ায় খেলতে যায়, তারা কিন্তু পিচ নিয়ে অভিযোগ করে না। বলে না যে অস্ট্রেলিয়ার উইকেটে বাউন্স বেশি, এটা অন্যায্য। একেক দেশের কন্ডিশন একেক ধরনেরই হবে। এখানকার দলগুলো পার্থের উইকেটে পরীক্ষায় পড়ে, ওরাও আবার এখানে স্পিনে সমস্যায় পড়ে। সুতরাং ভালো বা খারাপ উইকেট কথাগুলো বলা উচিত নয়।’

গত সপ্তাহে সেন ট্র্যাক রেডিওর অনুষ্ঠানে ভারতের উইকেট নিয়ে কথা বলেন হিলি। সেখানেই তিনি বলেছেন, ভারত ভালো উইকেট বানালে অস্ট্রেলিয়ার জেতার সুযোগ আছে। তার মতে, ঘরের মাঠের সুবিধা নিয়ে ভারত নিজেদের পছন্দমতো উইকেট বানিয়ে বাড়তি সুবিধা নেয়। 

ভারতে অস্ট্রেলিয়ার সর্বশেষ সফরের কথা উল্লেখ করে হিলি বলেন, ‘ওরা যদি বাজে উইকেট বানায়, যেটা আমরা সর্বশেষ সিরিজে (২০১৬-১৭) দেখেছি, যেখানে বল হাস্যকরভাবে লাফিয়ে ওঠে, প্রথম দিন থেকে নিচু হতে থাকে, তাহলে ভারত আমাদের চেয়ে ভালো করবে।’

নাগপুর টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। চার ম্যাচের এই সিরিজ খেলতে ইতোমধ্যেই ভারতে পা রেখেছে অস্ট্রেলিয়া দল। তবে ভারতে পৌঁছে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি অজিরা। প্রস্তুতি ম্যাচ না খেলার যুক্তি দিয়ে স্টিভেন স্মিথ বলেছেন, ভারতে ম্যাচ প্রস্তুতি নিয়ে লাভ নেই। তিনিও প্রশ্ন তুলেছেন উইকেট নিয়ে।