Connect with us

বাংলাদেশ ক্রিকেট

নিশ্চয়ই জাদুর কাঠি আছে, হাথুরুসিংহকে নিয়ে সালাহউদ্দিন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সাউথ আফ্রিকায় বসে পদত্যাগ পত্র পাঠিয়ে বাংলাদেশের প্রধান কোচের চাকরি ছেড়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। ৫ বছরের বিরতিতে আবারও লঙ্কান এই কোচকে আবারও ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে সাকিব আল হাসানদের সঙ্গে তিন সংস্করণেই কাজ করবেন তিনি । হাথুরুসিংহে এভাবে ফেরানো দেখে সালাহউদ্দিন মনে করেন, তার কাছে নিশ্চয়ই জাদুর কাঠি রয়েছে।

বাংলাদেশের সঙ্গে কিভাবে সম্পর্কের ইতি টেনেছিলেন সেটার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ফোন না ধরা। মাঝে কেটে গেছে ৫ বছরের বেশি সময়। স্টিভ রোডস-রাসেল ডমিঙ্গোদের অধীনে উত্থান-পতন দেখেছে বাংলাদেশ। সাফল্য পেলেও বিসিবির মন জয় করতে পারেননি রোডস-ডমিঙ্গোরা।

যার ফলে চাকরি হারাতে হয়েছে তাকে। ডমিঙ্গোকে বিদায় করে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছে হাথুরুসিংহের কাঁধে। তার অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রথম দফায় বাংলাদেশের হয়ে সাফল্য পেলেও হাথুরুসিংহকে ফেরানো নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা।

ক্রিকেট বিশ্লেষকদের কেউ কেউ ভালো চোখে দেখলেও অনেকে মনে করছেন হাথুরুসিংহের ফেরা হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে শীতল সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না বলে মনে করা হয়। এদিকে হাথুরুসিংহের ফেরা ভালোভাবে দেখছেন না সালাহউদ্দিন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটের হারানোর পর সংবাদ সম্মেলনে কুমিল্লার ভিক্টোরিয়ারন্সের প্রধান কোচ বলেন, ‘আমার কাছে মনে হয় যে যেভাবে আমরা হাথুরুসিংহকে চেয়েছি, নিশ্চই তার কাছে মনে হয় জাদুর কাঠি আছে। কারণ তা না হলে তো মনে হয় না কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আমরা জোর করে নিয়ে আসতেছি। নিশ্চই জাদুর কাঠি কিছু আছে। এটা আপনারাই ভালো বলতে পারবেন, আমি কিছু জানি না। নিশ্চয় সবাই আশা করে অনেক ভালো করবে।’

হাথুরুসিংহের ফেরা নিয়ে খানিকটা সাবধানী উত্তর দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কদিন আগে বাংলাদেশের প্রধান কোচের ফেরা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি দলের সবচেয়ে বড় তারকা সাকিব। মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা মেহেদি হাসান মিরাজও ছিলেন সাবধানী।

সর্বশেষ

২৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩

ভারতকে সিরিজ হারিয়ে ওয়ানডেতে শীর্ষে অস্ট্রেলিয়া

২২ মার্চ, বুধবার, ২০২৩

হ্যাটট্রিক ডাকে শচীনের পাশে সূর্যকুমার

২২ মার্চ, বুধবার, ২০২৩

আলাউদ্দিনের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে রঙ ছড়ালেন আকবর-এনামুল

২২ মার্চ, বুধবার, ২০২৩

আইপিএলে টসের পর একাদশ ঠিক করবেন ধোনি-রোহিতরা

২২ মার্চ, বুধবার, ২০২৩

মার্শালের সেঞ্চুরি, ইলিয়াসের পাঁচ উইকেটে অগ্রণী ব্যাংকের বড় জয়

২২ মার্চ, বুধবার, ২০২৩

রিশাদের চ্যালেঞ্জ সুযোগ কাজে লাগানোর, জাকেরের প্রমাণের

২২ মার্চ, বুধবার, ২০২৩

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে হেসেখেলে জিতল আবাহনী

২২ মার্চ, বুধবার, ২০২৩

বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: ডোনাল্ড

২২ মার্চ, বুধবার, ২০২৩

রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক

২২ মার্চ, বুধবার, ২০২৩

আফিফ-তানভিরদের চোখে চোখে রাখবেন নান্নু

আর্কাইভ

বিজ্ঞাপন