আয়ারল্যান্ড- বাংলাদেশ সিরিজ

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে আতিথ্য দেবে আয়ারল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:43 শুক্রবার, 03 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কথা বিবেচনা করে নিজেদের ভেন্যু পরিবর্তন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। পরিবর্তিত ভেন্যু হিসেবে ইংল্যান্ডকে বেছে নিয়েছে আইরিশরা।

জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে এমনই সংবাদ। মূলত বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সবগুলোই খেলতে চায় আইরিশরা। কেননা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে সুপার লিগের পয়েন্ট টেবিলে লাভবান হবে তারা।

সুপার লিগের শেষ আটে জায়গা করে নিতে অবশ্য আরও কয়েকটি দেশের পারফরম্যান্সে নজর রাখতে হবে আইরিশদের। আগামী মার্চে শ্রীলঙ্কা যদি কিউইদের ৩-০ ব্যবধানে হারায় এবং বাংলাদেশকে যদি আইরিশরা ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে সুপার লিগের শেষ আটে জায়গা করে নেবে আইরিশরা।

একইসঙ্গে বিশ্বকাপ বাছাইয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করে নেবে দলটি। অর্থাৎ সরাসরি বিশ্বকাপ খেলবে তারা। আর সাউথ আফ্রিকা যদি নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে হারায় এবং আয়ারল্যান্ড বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারে, তাহলে প্রশ্ন উঠবে নেট রান নিয়ে।

বর্ষার মৌসুম হওয়ায় আয়ারল্যান্ডের ডাবলিন অথবা বেলফাস্টে আগামী মে মাসে প্রচুর বৃষ্টি হয়। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে যেকোনো ম্যাচই পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা আছে। আর তাই ইংল্যান্ডকে বেছে নিলো আইরিশরা। যদিও ইংল্যান্ডের কোন ভেন্যুতে খেলবে সেটা এখনও ঠিক করেনি তারা। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য ভেন্যু এসেক্সের কেমসফোর্ড।

মূলত আইসিসির কাছে সাউথ আফ্রিকা শাস্তি পাওয়ায় নিজেদের সামনে এমন সুযোগ দেখছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে প্রোটিয়াদের।

একইসঙ্গে এই ম্যাচটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের খেলা হওয়ায় নিয়ম অনুযায়ী এক পয়েন্টও কাটা হয়েছে দলটির। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সাউথ আফ্রিকা।

আর আট নম্বরে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির সব ম্যাচ খেলা শেষ। আর ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে শ্রীলঙ্কা। ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আয়ারল্যান্ডও। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।