বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের পূর্ণশক্তির দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:32 বৃহস্পতিবার, 02 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটে চুক্তি থাকায় বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নিতে পারেন ইংল্যান্ডের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। জস বাটলার, জেসন রয়, মঈন আলী এবং জফরা আর্চারদেরসহ পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অনুমেয়ভাবে ইংলিশদের নেতৃত্ব দেবেন বাটলার। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব মাহমুদ।

সবশেষ গত বছরের মে মাসে ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন ডানহাতি এই পেসার। পিঠের চোটের কারণে সেসময় ছিটকে গিয়েছিলেন তিনি। লম্বা সময়ের পুনর্বাসন শেষে দলে ফেরানো হয়েছে সাকিবকে। এদিকে চোট কাটিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরা আর্চার আছেন বাংলাদেশের সফরের দুই স্কোয়াডেই।

অভিষেকের অপেক্ষায় আছেন টম অ্যাবল। বাংলাদেশের মাটিতে বিপিএল খেলার অভিজ্ঞতা থাকায় স্কোয়াডে জায়গা পেতে সুবিধা হয়েছে তার। পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া লেগ স্পিনার রেহান আহমেদকে রাখা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে।

পিএসএল বাদ দিয়ে বাংলাদেশ সফরে আসছেন মঈন, আদিল রশিদরা। তবে বাংলাদেশ সফরে আসছেন না অ্যালেক্স হেলস। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলবেন ডানহাতি এই ওপেনার। 

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল- জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, টম অ্যাবল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল- জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্দান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস এবং মার্ক উড।