সাউথ আফ্রিকা- ইংল্যান্ড সিরিজ

মালান-বাটলারের জোড়া সেঞ্চুরি, আর্চারের আগুনে বোলিংয়ে ইংল্যান্ডের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:32 বৃহস্পতিবার, 02 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে সাউথ আফ্রিকা। শেষ ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। ডেভিড মালান ও জস বাটলারের অনবদ্য সেঞ্চুরিতে সেই নিয়ম রক্ষার ম্যাচটি ইংল্যান্ড জিতে নিয়েছে ৫৯ রানে। মালান-বাটলারের জোড়া সেঞ্চুরির সঙ্গে ছিল জফরা আর্চারের আগুনে বোলিংও।

কিম্বার্লিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩৪৬ রান তোলে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জেসন রয়ের (১) উইকেট হারায় লুঙ্গি এনগিদির বলে টেম্বা বাভুমাকে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

এর এক ওভার পর ফিরে যান বেন ডাকেটও। রানের খাতা খোলার আগেই এনগিদির বলে উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নিজের পরের ওভারে ইংল্যান্ড শিবিরে আবারও আঘাত হানেন এনগিদি।

ক্লাসেনের তালুবন্দী করে হ্যারি ব্রুককেও (৬) বিদায় করেন দেন এই পেসার। মাত্র ১৪ রানে তিন উইকেট হারানো ইংল্যান্ডকে পথ দেখান ম্যাচের দুই সেঞ্চুরিয়ান মালান ও বাটলার। দুজনে মিলে গড়েন ২৩২ রানের জুটি।

ইনিংসের ৪০ ওভার পর্যন্ত টিকেছে এই জুটি। ৪১তম ওভারে ফিরে যান মালান। সিসান্দা মাগালার বলে বিদায় নেয়ার আগে ১১৪ বল খেলে ১১৮ রান করেন এই ওপেনার। ইনিংসে ছিল সাতটি চার ও ছয়টি ছক্কার মার।

তারপর দ্রুত সময়ের মধ্যে ৬৭ রানের জুটি গড়েন বাটলার ও মঈন আলী। ২৩ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রান করা মঈনকে বোল্ড করে ফেরান এনগিদি। মঈন ফেরার পরের ওভারেই ফিরে যান বাটলার।

ইংলিশ অধিনায়ক ১২৭ বলে ছয়টি চার ও সাতটি ছক্কায় করেন ১৩১ রান। সাউথ আফ্রিকার হয়ে ৬২ রান খরচায় চার উইকেট নেন এনগিদি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চেষ্টা করেছে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতেই ৪৯ রান তুলেছে তারা। ২৭ বলে ৩৫ রান করে ফিরে যান অধিনায়ক বাভুমা। এর দুই ওভার পর ফিরে যান র‍্যাসি ভ্যান ডার ডাসেনও।

তারপর থেকে ছোটো খাটো জুটি গড়লেও সেটা বড় করতে পারেনি প্রোটিয়ারা। দলটির হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন ক্লাসেন। এই উইকেটরক্ষকের ৬২ বলে খেলা ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কার মার।

ওপেনিংয়ে নামা রিজা হ্যান্ডরিকস করেন ৬১ বলে ৫২ রান। এ ছাড়া এইডেন মার্করাম ৩৫ বলে ৩৯, ওয়েইন পারনেল ২৯ বলে ৩৪ রান করেন। ইংল্যান্ডের হয়ে আর্চার নেন ৪০ রান খরচায় ছয় উইকেট।

স্পিনার আদিল রশিদ নেন ৬৮ রান খরচায় তিন উইকেট। ৪৩.১ ওভারে ২৮৭ রান তুলে অলআউট হয় সাউথ আফ্রিকা।