বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশের দায়িত্ব নিতে নিউ সাউথ ওয়েলস ছাড়লেন হাতুরুসিংহে!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:18 মঙ্গলবার, 31 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট দলের দায়িত্ব নিতে নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়লেন চান্দিকা হাতুরুসিংহে। নিউ সাউথ ওয়েলস এক বিবৃতির মাধ্যমে হাথুরুসিংহের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রায় দুই বছর যাবত অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লু) সহকারি কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। এবার তার জায়গায় দলটির সহকারী কোচ হিসেবে থাকবেন সাবেক অজি অলরাউন্ডার ক্যামেরন হোয়াইট।

ক্রিকেট এনএসডব্লুর হেড অব এলিট মেল ক্রিকেট মাইকেল ক্লিঞ্জার বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তাঁর আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তাঁর কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।’

এদিকে জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর দাবি, বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট দলের হেড কোচ হওয়ার জন্যেই নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ছেন হাথুরুসিংহে। বাংলাদেশের সম্ভাব্য কোচ হিসেবে তার নাম শোনা যাচ্ছিল আরও আগ থেকেই।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন ফরম্যাটে বাংলাদেশের হেড কোচ ছিলেন হাথুরুসিংহে।

তার অধীনে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানো এবং শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তাদের হারানোর মতো সাফল্য পায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত অবশ্য বিতর্কের মধ্য দিয়েই শেষ হয় হাথুরুসিংহের ক্যারিয়ার। যদিও বিভিন্ন সময়ে হাথুরুসিংহেকে কোচ করে আনার ইচ্ছা প্রকাশ করেছিল বিসিবি। হাথুরুসিংহে নিজেও আগ্রহ প্রকাশ করেছেন কয়েকবার।

অস্ট্রেলিয়ায় শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ক্রিকফ্রেঞ্জিকে হাথুরুসিংহে বলেছিলেন, 'ওরা (বিসিবি) চাইলে আমি হয়তো না বলব না। কারণ আমি ওখানে (বাংলাদেশে) যেতে চাই। দুই পক্ষের জন্যই উপযুক্ত সময়ে যেতে চাই। আসলে আমি ঠিক সময় বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সময়কে বোঝাচ্ছি।'

'উভয় পক্ষকে আলোচনায় বসতে হবে, যখন লাভজনক সময় মনে হবে তখন বেছে নেব। এটা সঠিক সময় না। প্রতিশ্রুতি বলতে বড় কিছুকে বোঝাচ্ছি। কারণ এটা দিলে সেটাকে পুরোপুরি পূরণ করতে হবে। বাংলাদেশ অন্যতম সেরা ক্রিকেটজাতি। ক্রিকেট নিয়ে ওখানে কতটা আবেগ সেটা জানি। শতভাগ দিতে না পারলে অন্যায় করা হবে।'

হাথুরুসিংহেকে অবশ্য এবার আর তিন ফরম্যাটে হেড কোচ হিসেবে বিবেচনা করছে না বিসিবি। ক্রিকেট মহলে জোর গুঞ্জন, টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে বাংলাদেশে আসা শ্রীধরন শ্রীরাম স্থায়ীভাবে টি-টোয়েন্টি দলের হেড কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন।